ভূগর্ভ হয়ে বাংলাদেশের অভ্যন্তরে দ্রুত লবণাক্ত পানির অনুপ্রবেশ ঘটছে বলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। শনিবার রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল লাউঞ্জে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে বাপা।
সংবাদ সম্মেলনে কৃষি, পানি ও পরিবেশ প্রকৌশলী ড. মোহাম্মদ ইফতেখার আলম জানান, ২০১০ সালের একটি গবেষণায় দেখা গেছে যে, ভূগর্ভ হয়ে সমুদ্রের লবণাক্ত পানি ধীরগতিতে দেশের মূল অভ্যন্তরে প্রবেশ করছে।
তিনি বলেন, মাত্রাতিরিক্ত হারে ভূগর্ভস্থ পানি উত্তোলন করায় ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর সমুদ্রের গড় উচ্চতা হতে এক শ’ পঞ্চাশ থেকে এক শ’ সত্তর ফুট নিচে অবস্থান করছে। এ অবস্থা চলতে থাকলে আগামী ২০ থেকে ৫০ বছরের মধ্যে ঢাকার ফাঁকা ভূ-অভ্যন্তর লবণ পানিতে পূর্ণ হবে।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, তখন শুধু পানীয় জলের অভাবেই এই শহর জনশূন্য হয়ে পড়বে। একই সাথে পদ্মার দক্ষিণপাড়ের বেশির ভাগ এলাকার মিঠাপানি ভিত্তিক ইকোলজি পরিবর্তিত হয়ে লবণপানি ভিত্তিক হয়ে পড়বে। এর ফলে গাছপালা বিলীন হয়ে যাবে। হ্রাস পাবে জনসংখ্যা।
এ সমস্যা সমাধানে বিগতদিনে গৃহীত পদক্ষেপ, যেমন— খালকাটা, ভূগর্ভস্থ সেচনালা, রাবার ড্যাম, সেচ নিয়ন্ত্রক পাইপ, সেচ ব্যবস্থাপনায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ইত্যাদি কর্মসূচির অধিকতর ও ফলপ্রসূ বাস্তবায়নের পাশাপাশি নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই অদৃশ্য দুর্যোগ মোকাবেলা করা সম্ভব বলে তিনি মনে করেন।
বাপার সহ-সভাপতি অধ্যাপক ড. ফিরোজ আহমেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের জিএম ড. মোল্লা আশফারুল হক, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের গবেষক ড. ওয়াইস কবির, বাপার সাধারণ সম্পাদক ড. আবদুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

