যশোর সদর উপজেলার তিন গ্রামে অন্তত ১২০ জন নারী-শিশু-পুরুষ পানি বাহিত রোগে আক্রান্ত হয়েছেন। চার দিনের ব্যবধানে শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় এলাকায় আতংকের সৃষ্টি হয়েছে।
স্বাস্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, “শুক্রবার দুপুরের পর নতুন করে কেউ ডায়রিয়ায় আক্রান্ত হয়নি। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে গ্রামে মেডিকেল ক্যাম্প স্থাপন করে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।”
অস্থায়ী মেডিকেল টিমের সদস্য আকবর হোসেন জানান, গ্রাম গুলো নিচু এলাকায় হওয়ায় অতি বৃষ্টির কারণে পরিবেশ দূষিত হয়েছে। দূষিত পরিবেশের পানি ও খাবার খাওয়ায় অনেক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
সূত্র - poriborton.com

