অর্থমন্ত্রী ড. আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের বনভূমি কমে যাচ্ছে, তাই আমাদের নতুন প্রজন্মের মঙ্গলের জন্য বৃক্ষরোপণ করে বন বৃদ্ধি করতে হবে।
বুধবার বিকেলে সিলেট সুরমা নদীর উত্তর পারে ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজের নিচে ২০ দিনব্যাপী সিলেট বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলা-২০১৩ -র আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেশের মোট ভূমির ১৫ শতাংশ জমি বনভূমি রাখার কথা উল্লেখ করে তিনি বলেন, আগে বনজঙ্গল বেশি ছিল। এখন জনসংখ্যা বৃদ্ধির ফলে তা কমে যাচ্ছে। তাই সরকার বিভিন্নভাবে উদ্যোগ নিয়ে ছোট ছোট বন সৃষ্টির কাজ করে যাচ্ছে।
এসময় বৃক্ষরোপণের মাধ্যমে বাংলাদেশে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন তিনি।
সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সৈয়দা জেবুন্নেছা হক এমপি, শফিকুর রহমান চৌধুরী এমপি, জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট রেঞ্জের ডিআইজি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র মো. শাহজাহান প্রমুখ।
এর আগে বিকেল ৪টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে একটি র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্বিন ব্রিজের নিচে মেলাস্থলে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য ‘গাছ লাগিয়ে ভরবো এ দেশ, তৈরি করবো সুখের পরিবেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার থেকে সিলেটে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলা-২০১৩। সিলেট জেলা প্রশাসন, পুলিশ, সিলেট সিটি করপোরেশন ও সিলেট বন বিভাগ এ মেলার আয়োজন করেছে।
২০ দিনব্যাপী এ মেলা চলবে মেলা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য এ মেলা উন্মুক্ত থাকবে বলে বন বিভাগ কার্যালয় সূত্রে জানানো হয়েছে।
সূত্র- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

