রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ডায়াবেটিক ক্লিনিক চালু হয়েছে। শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। এটি ডায়াবেটিস রোগীদের চিকিৎসা, পরামর্শ, খাদ্যাভাসের পরিবর্তন এবং স্ক্রিনিংয়ের জন্য ‘ওয়ান স্টপ ডায়াবেটিস ক্লিনিক’ হিসেবে ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রি-ডায়াবেটিক রোগীদের ঝুঁকি সম্পর্কে ধারণা দেয়ার জন্য স্ক্রিনিং সুবিধাও থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাপোলো হসপিটালস ঢাকার স্ট্যাট্রেজি এক্সিকিউশন ডিরেক্টর রঞ্জন ডি সিলভা বলেন, চিকিৎসা সেবায় নতুন দ্বার উন্মোচনে অ্যাপোলো হসপিটালস প্রতিশ্রুতিবদ্ধ। ওয়ান স্টপ ডায়াবেটিস ক্লিনিক এরই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
অনুষ্ঠানে জানানো হয়, ক্লিনিকে রোগীর সামগ্রিক চিকিৎসার সুবিধার্থে নির্দিষ্ট ডায়েটিশিয়ান, প্রশিক্ষিত নার্স, ডায়াবেটিসজনিত চোখের সমস্যায় দ্রুত চিকিৎসার সুযোগ এবং রোগী ও তার পরিবারের সদস্যদের জন্য এ সম্পর্কিত শিক্ষা সচেতনার ব্যবস্থা থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লিনিকের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুল মান্নান সরকার, কার্ডিওলজির কনসালটেন্ট ডা. তামজীদ আহমেদ, চিফ নার্সিং অফিসার রঞ্জনা উইলিয়াম প্রমুখ।
সুত্র - natunbarta.com

