একটি নতুন গবেষণা থেকে জানা গেছে, খুব সাধারণ একটি ব্যাকটেরিয়া যা আমাদের মুখেই থাকে সাধারণত, সেটির সংক্রমণ থেকেই হয়ে যেতে পারে মারাত্মক কোলন ক্যান্সার।
ফিউজোব্যাকটেরিয়াম নিউক্লিটাম নামের এই ব্যাকটেরিয়া আমাদের দেহের অন্ত্রের কোষের সঙ্গে যুক্ত হয়ে এমন কিছু পরিবর্তন আনতে পারে যা পরবর্তীতে কলোরেক্টাল ক্যান্সার বা কোলন ক্যান্সারের কারণ হতে পারে।
কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি স্কুলের ডেন্টাল মেডিসিনের একটি গবেষণা দল এই তথ্য জানিয়েছে। একই সঙ্গে তারা অবশ্য অন্ত্রের কোষে এই ব্যাকটেরিয়ার সংক্রমণ ঠেকানোর উপায়ও বাতলে দেবে।
আর তাই গবেষণার প্রধান, পেরিওডনটিক্স ইয়েপিং হ্যান বলছেন, “এই আবিষ্কারের পর এখন রোগ নির্ণয় ও প্রতিকারের জন্য নতুন নতুন ওষুধ, থেরাপি ও যন্ত্রপাতি প্রয়োজন।”
হ্যান আরো বলছেন, “এই গবেষণাটি মুখের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার গুরুত্ব প্রমাণ করে।”
তিনি মাড়ির নানা রোগের সঙ্গে ফিউজোব্যাকটেরিয়াম নিউক্লিটামের মাত্রা বৃদ্ধি পাওয়ার সম্পর্ক খুঁজে পেয়েছেন। এই গবেষণায় মুখের ক্ষত এবং অন্ত্রের ক্যান্সারের মধ্যে সম্ভাব্য সম্পর্ক সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
গবেষণার প্রতিবেদনটি ‘সেল হোস্ট অ্যান্ড মাইক্রোব’ জার্নালে প্রকাশিত হয়েছে যেখানে অন্য একটি গবেষণার ফল হিসেবে দেখানো হয়েছে ফিউজোব্যাকটেরিয়াম নিউক্লিটাম কতটা দ্রুত ক্যান্সারের কোষ বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।
সূত্র - natunbarta.com

