ঝানু রাজনীতিবিদ আর কাকে বলে? নইলে কী মাত্র চার বছর বয়সেই দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়া যায়।
ঝানু রাজনীতিবিদের মতোই দ্বিতীয়বারের মতো আমেরিকার মিনেসোটার ছোট্ট পর্যটন শহর ডোরসেটের মেয়র নির্বাচিত হয়েছে রবার্ট ববি টুফটস নামে ওই পিচ্চি।
তিন বছর বয়সে প্রথমবার মেয়র নির্বাচিত হয় ববি। আর স্কুলের আঙিয়ায় পা না রাখলেও দ্বিতীয়বারের মতো মেয়রের আসন ঠিকই পেয়ে গিয়েছে রবার্ট।
পৃথিবীর রেস্তোরাঁর রাজধানী খ্যাত ডোরসেট শহরের লোকসংখ্যা ২২ থেকে ২৮ জন।
‘টেস্ট অব ডোরসেট ফেস্টিভাল’ নামের উত্সব চলাকালে প্রতি বছর মেয়র নির্বাচন করা হয়। এক মার্কিন ডলারের বিনিময়ে একজন যত খুশি তত বার ভোট দিতে পারবেন।
এই উৎসবে দ্বিতীয়বারের মতো ববির নাম ওঠলে তাকে মেয়র নির্বাচিত করা হয় বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়াকে আইসক্রিম খাওয়ার মধ্যদিয়ে উদযাপন করেছে ববি।
দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হয়ে ডোরসেটের জন্য নতুন একটি স্বাগত সাইনবোর্ড নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে ববি। এছাড়া একটি দাতব্য প্রতিষ্ঠানের জন্য অর্থ সংগ্রহের কাজটিও ববিই করবে। সূত্র: পিটিআই, এপি
সূত্র - natunbarta.com

