বিশ্বের সবচেয়ে বয়স্ক নারীর সন্ধান মিলেছে কক্সবাজার জেলার উখিয়ায়। নারীল নাম আমির খাতুন, বয়স ১১৭ বছর। তার বাড়ি কক্সবাজার জেলার উখিয়ার রাজাপালং ইউনিয়নের মৌলভী পাড়া গ্রামে।
গ্রামবাসী জানিয়েছে, কারো সাহায্য ছাড়াই তিনি এখন বেশ চলাফেরা করতে পারেন। ৩ ছেলে ও ১ মেয়ের মা তিনি। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে তাঁর স্বামী মতিউর রহমানকে বৃটিশ সমর্থিত কালা বাহিনীর সদস্যরা গুলি করে হত্যা করে। তখন থেকে আমির খাতুন তিন ছেলে ও এক মেয়ে নিয়ে জীবনের এ দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন। তবে দীর্ঘজীবী এ নারী এখনো সরকারি কোন সহায়তা পাননি।
১৮৯৭ সালের ২ জানুয়ারি আমির খাতুন উখিয়ার রাজাপালং দক্ষিণ পুকুরিয়া গ্রামের হাজী আবুল খাইরের পরিবারে জন্মগ্রহণ করেন। ১২ বছর বয়সে ঘিলাতলি গ্রামের মতিউর রহমানের সাথে তার বিয়ে হয়।
১৯ জুলাই বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী পাকিস্তানের শান্তকাউর বাজোয়ার ১১৫ বছর বয়সে মৃত্যু হয়। সেই হিসেবে আমির খাতুন বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী। তার নাম আদৌ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে উঠবে কী না তা এখন দেখার বিষয়।
সূত্র - poriborton.com

