স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন অব. মজিবুর রহমান ফকির বলেছেন, অটিজম সমস্যা মোকাবিলা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ সমস্যা মেকাবিলায় শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও মহাজোট সরকার সফল হয়েছে।
সস্বাস্থ্য প্রতিমন্ত্রী মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অটিজম ও স্নায়ু বিকাশজনিত সমস্যা বিষয়ক জাতীয় পর্যায়ের স্টিয়ারিং কমিটির তৃতীয় সভায় সভাপতিত্বকালে একথা বলেন।
স্বাস্থ্য সচিব এম এম নেয়াজ উদ্দিন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম, অটিজম ও স্নায়ু বিকাশজনিত সমস্যা বিষয়ক উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী মজিবুর রহমান বলেন, সরকার সারাদেশে কমিউনিটি ক্লিনিক চালু করে গ্রামের মানুষের জন্য সুলভ ও বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে। এই ক্লিনিকগুলোতে কর্মরত স্বাস্থ্যকর্মীদের দ্বারা প্রতিবন্ধীদের উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা যায়।
তিনি বলেন, বিশ্বব্যাপী অটিজম মোকাবিলায় জনমত গঠন এবং জাতিসংঘ ও বিশ্বস্বাস্থ্য সংস্থায় বিশেষ প্রস্তাবনা গ্রহণে বাংলাদেশ সাফল্যের পরিচয় দিয়েছে। এক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আগ্রহ ও সায়মা ওয়াজেদের একনিষ্ঠ প্রচেষ্টার কথা স্মরণ করেন।
তিনি বলেন, সরকার প্রতিশ্রুত ভিশন-২০২১ বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করতে সর্বস্তরের জনগণের সহায়তা প্রয়োজন।
সূত্র - natunbarta.com

