এ হাসপাতাল ও হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন ঋতুপর্ণা সেন। এখন কোনো না কোনো হাসপাতালে গেলেই দেখা যাবে টালিউডের এই জনপ্রিয় নায়িকাকে। হঠাৎ কেন এতো হাসপাতাল প্রীতি হলো এ নায়িকার? অনেকেই বলছেন নিশ্চই জটিল কোন রোগ বাধিয়েছেন ঋতু। আবার কেউ বলছে হাসপাতাল জরিপ করছেন, মনে হয় শীঘ্রই ক্লিনিক ব্যবসায় নামবেন।
তবে তার এই হাসপাতালে ঘুরে বেরানোর পেছনে রয়েছে অন্য কারন। তিনি হাসপাতালে ঘুরে ঘুরে ডাক্তারদের সঙ্গে ভাব করতে ব্যস্ত। কারন শুক্রবার মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা 'অলীক সুখ'।
নতুন মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় এক ডাক্তারের স্ত্রী’র ভূমিকায় অভিনয় করছেন ঋতুপর্ণা। এ সিনেমার জন্যই তিনি এখন হাসপাতালে ঘুরছেন।এভাবেই তিনি প্রচারনা চালাচ্ছেন তার নতুন সিনেমার।
সূত্র - poriborton.com

