ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের এক নোটিশে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
নোটিশে বলা হয়, হাসপাতাল এলাকায় কোম্পানির প্রতিনিধিরা ঢুকলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তাদের আটক করা হবে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক সালাউদ্দিন আহমদ জানান, রোগী দেখার সময় বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা হাসপাতাল এলাকায় অনাকাঙ্ক্ষিত ভিড় করেন। ফলে রোগী ও চিকিৎসকদের নানা বিড়ম্বনা পোহাতে হয়। তাছাড়া প্রতিনিধিরা রোগীর ব্যবস্থাপত্র নিয়েও টানাটানি করেন।
এর আগে কর্তৃপক্ষ প্রতিনিধিদের ভিজিটের জন্য শনি ও মঙ্গলবার নির্ধারণ করেছিলেন। কিন্তু প্রতিনিধিরা এ নির্দেশ উপেক্ষা করেছেন। তারা নির্ধারিত দিনসহ প্রতিদিনই চিকিৎসকদের রুমে ভিড় করেন।
এ কারণে হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিনিধিদের আটক করার সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র - poriborton.com

