ওয়েবে কিডনি রোগের সর্বাধুনিক তথ্য
17 July,13
Posted By: Healthprior21
Viewed#: 33
কিডনি রোগ নিরাময়ের সর্বাধুনিক তথ্য সহজ এবং দ্রুততার সঙ্গে সবার কাছে পৌঁছে দিতে বাংলাদেশে যাত্রা শুরু করেছে ওয়েবসাইটভিত্তিক নতুন একটি শিক্ষা কার্যক্রম। অনলাইন এই পোর্টালের নাম অরোরা। লাতিন অরেরা শব্দের অর্থ সকালের প্রথম আলো। ইংরেজিতে এর পূর্ণরূপ Accelerated Updated information Solution Renal Association.
ওয়েবসাইট সম্পর্কে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কিডনি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ রফিকুল আলম জানান, এ ধরনের উদ্যোগ বাংলাদেশে এবং বিশ্বে এই প্রথম। ওয়েবভিত্তিক এ প্রকল্পের উদ্দেশ্য কিডনি চিকিৎসার সর্বাধুনিক তথ্য সহজ ও দ্রুততার সঙ্গে সবার মধ্যে ছড়িয়ে দেয়া।
গত শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা আরোরা বিডি ডট অর্গ সম্পর্কে কিডনি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রফেসর হারুন-অর রশিদ, বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি প্রফেসর মহিবুর রহমান জানান, ভবিষ্যতে এ প্রকল্পকে কিডনি চিকিৎসার ওপর শিক্ষা ও গবেষণার একটি ভিত্তি হিসেবে গড়ে তোলা হবে। চিকিৎসা বিজ্ঞানের ভবিষ্যৎ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করাও এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।
বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ফিরোজ খান জানান, রাজধানীর রূপসী বাংলা হোটেলে কেক কেটে রোনাল’র কার্যক্রমের উদ্বোধনকালে প্রফেসর হারুন অর রশিদকে ইন্টারন্যাশনাল সোসাইটি অব নেফ্রোলজির কাউন্সিলর মেম্বার হিসেবে স্বীকৃতিপ্রাপ্তির জন্য সংবর্ধিত করা হয়।
এছাড়াও প্রফেসর মহিবুর রহমান জানান, রোনল’র কার্যক্রম শুরু করতে রোশ বাংলাদেশ লিমিটেড আর্থিক সহযোগিতা করেছে।
সূত্র - natunbarta.com