ফেসবুকে নিজেকে আকর্ষণীয় করে তুলে ধরা হয় প্রোফাইল পিকচার এবং কভার পিকচারের মাধ্যমে। আর তাই প্রোফাইল পিকচার অথবা পোস্ট করা ছবিতে অনেক লাইক পেতে প্লাস্টিক সার্জারির পথে হাঁটছেন অনেক ভারতীয়।
সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, দেশটির মেট্রো শহরে ২০ থেকে ৩০ বছরের তরুণ-তরুণীদের মধ্যে প্লাস্টিক সার্জারি করে মুখের খুঁত সারানোর প্রবণতা দারুণভাবে বেড়েছে।
প্লাস্টিক সার্জারি করা এইসব তরুণ-তরুণীর মধ্যে অনেকেরই অভিযোগ, ফেসবুকে তাদের ছবিতে সেভাবে লাইক পড়ছে না। তাই এই পন্থা অবলম্বন করতে হচ্ছে।
লেজার সার্জারি মাধ্যমে ত্বকের খুঁত সারানো তো আছেই, সঙ্গে পছন্দের থুতনি, ঠোঁট, নাকের খুঁতও সারানো চলছে জোরকদমে। খরচও হচ্ছে পনেরো, বিশ হাজার রুপি। পুরো এই প্রক্রিয়াটার নাম দেয়া হয়েছে ‘ফেসবুক ফেসলিফট’।
কিন্তু ফেসবুকে নিজের সুন্দর, নিখুঁত ছবি পোস্ট করে লাভ? প্লাস্টিক সার্জারি করাতে আসা এক তরুণী এই প্রশ্নের উত্তরে, “ফেসবুকে তোমাকে সুন্দর না দেখালে, তোমার সামাজিক যোগাযোগ বাড়বে না। তা ছাড়া সুন্দর ছবি পোস্ট করা মানে অনেক সুন্দর পাত্রের কাছ থেকে বিয়ের প্রস্তাব পাওয়া।”
সূত্র - নতুন বার্তা

