home top banner

News

খোশ আমদেদ মাহে রমজান
11 July,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   41

আজ পহেলা রমজান। সিয়াম সাধনার মাস এ রমজান। তারাবী, সাহারী আর ইফতারের মাধ্যমে পুরো চান্দ্র মাস সিয়াম সাধন করবে মুসলমানগণ। খোশ আমদেদ মাহে রমজান। প্রতি বছরের মত এবারও পবিত্র রমজানুল মুবারক আমাদের মাঝে রহমত, মাগফেরাত ও নাজাতের বার্তা নিয়ে হাজির। রসূল (স.)এই রমজান মাস পাওয়ার জন্য প্রত্যেক বছর রজব মাস অর্থাত্ রমজানের দুই মাস পূর্ব হতে আল্লাহর কাছে দোয়া করতেন। সেই পবিত্র সুমহান মাসটিকে আমরা হূদয়ের সব উষ্ণতা দিয়ে জানাই স্বাগতম। আহ্লান সাহ্লান রমজান মুবারক, রমজান কারীম। রসূলুল্লাহর (স.) মক্কী জীবনের তের বছরে এই এক মাস রোজার প্রচলন ছিল না। দ্বিতীয় হিজরীর রমজান মাস হতে এটা ফরজ করে দিয়ে আল্লাহ ঘোষণা করেন, 'হে ঈমানদারগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল। যাতে তোমরা মুত্তাকী বা পরহেজগার হতে পার' (সূরা বাক্বারা-১৮৩ আয়াত)। এর পর রসূল (স.) এই রোজা সম্বন্ধে সাহাবীদের অবহিত করার সময় বলেছিলেন, রমজান এমন একটি মাস যার মধ্যে একটি রাত রয়েছে, যা হাজার মাস হতেও উত্তম।

যে ব্যক্তি এ মাসে কোন একটি সত্কাজ করে তা সওয়াবের দিক দিয়ে অন্য মাসের একটি ফরজ কাজের সমতুল্য হয়ে থাকে। আর এ মাসে একটি ফরজ আদায় করলে তা হবে অন্য মাসের ৭০টি ফরজ আদায়ের সমতুল্য। এটা হলো ধৈর্য্যের মাস। আর ধৈর্য্য অবলম্বনের প্রতিদান হচ্ছে বেহেশ্ত। এটা পরোপকার ও সহানুভূতির মাস এবং ইহা এমন একটি মাস যাতে ঈমানদারগণের রিজিক বৃদ্ধি করা হয়ে থাকে। এ মাসে যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায়, তার বিনিময়ে ঐ ব্যক্তির সমস্ত গুনাহ মাফ হয়ে যায় এবং সে জাহান্নাম হতে মুক্ত হয়। তাছাড়া সে উক্ত রোজাদার ব্যক্তির তুল্য সওয়াবও পাবে। তাতে অবশ্য উক্ত রোজাদারের সওয়াব একটুও কম করা হবে না।

এ মাসের প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক ক্ষমার ও তৃতীয় দশক নাজাত বা জাহান্নাম হতে মুক্তির জন্য নির্ধারিত। যে ব্যক্তি এ মাসে স্বীয় চাকরের ওপর কার্যভার লাঘব করে, আল্লাহ তাকে ক্ষমা করেন এবং জাহান্নাম হতে মুক্ত করে দেন (বায়হাকী)। প্রিয় নবী (স.) বলেছেন, রমজান মাসের প্রথম রাত সমাগত হতেই শয়তান ও দুষ্টমতি জ্বিনগুলো শৃঙ্খলিত হয়। জাহান্নামের দরজাগুলো রুদ্ধ করে দেয়া হয়, যার একটি দরজাও খোলা থাকে না। আর বেহেশতের দরজাগুলো খুলে দেয়া হয়, যার একটি দরজাও বন্ধ থাকে না। আর কোন একজন গায়েবী আহ্বানকারী উচ্চৈস্বরে বলতে থাকেন যে, হে পুণ্যার্থীগণ্ল অগ্রসর হও! হে পাপাত্মার দল্ল তোমরা পিছিয়ে যাও! এই সময় আল্লাহর পক্ষ হতে বহু দোজখী মুক্তিপ্রাপ্ত হয়! এমনি করে প্রত্যেক রাতেই আহ্বান করা হয় (আহ্মদ, তিরমিজি ও ইবনে মাজাহ)।

নবী (স.) আরো বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে ও সওয়াবের আশায় রোজা রাখে, তার অতীত গোনাহ মাফ হয়ে যায়। আর যে ব্যক্তি এ মাসে ঈমানসহ সওয়াবের আশায় রাত জেগে (তারাবীহ্) নামাজ পড়ে, তার অতীত সকল গোনাহ মাফ করে দেয়া হয়। তাছাড়া যে ব্যক্তি শব-ই ক্বদর রাতে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে নামাজ পড়ে তারও অতীত সকল গোনাহ মাফ করে দেয়া হয় (বুখারী ও মুসলিম)।

নবী করিম (স.) বলেছেন, যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যা কথা ও মন্দ কাজ হতে বিরত থাকল না, তার উপবাসে আল্লাহর কোন প্রয়োজন নেই (বুখারী, তিরমিজি, ইবনে মাজাহ)। তিনি সাবধান করে বলেন যে, বহু রোজাদার এমনও রয়েছে, যারা ক্ষুধায় পিপাসায় কষ্ট পাওয়া ব্যতীত রোজা রাখার কোন ফল পায় না। এমনিভাবে বহু রাতজাগা নামাজী রয়েছে, যাদের রাত্রি জাগরণ ব্যতীত অন্য কোন লাভ হয় না (ইবনে মাজাহ)। নবী (স.)বলেন, 'আল্লাহ তায়ালা বলেছেন, যে রোজাদারের অঙ্গ-প্রত্যঙ্গ আমার নিষিদ্ধ বস্তুসমূহ হতে বিরত থাকল না, তার পানাহার পরিহারে আল্লাহর কোন প্রয়োজন নেই। সুতরাং প্রতীয়মান হয় যে, রমজান মাস হলো জান্নাত লাভের মাস। তাই পুরো রমজান মাস অধিক ইবাদত-বন্দেগী, জিকির-আজগার, কুরআন তেলাওয়াত, দান-সাদকা, তওবা-তাহলীলের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে এগিয়ে যাই। আল্লাহ আমাদের সে তাওফিক দান করুন, আমীন।

 

সূত্র - দৈনিক ইত্তেফাক

Please Login to comment and favorite this News
Next Health News: Rani Mukerji asked to lose 12kg for her role in Mardaani
Previous Health News: অসুস্থ হয়ে পড়লেন অবরুদ্ধ উপাচার্য

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')