রাজনীতি ও চলতি ঘটনাবলির বিষয়ে জানাশোনার দিক বিবেচনায় কানাডার নারীরা পুরুষের তুলনায় পিছিয়ে রয়েছেন। যুক্তরাজ্য সরকারের অর্থায়নে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চ কাউন্সিল (ইএসআরসি) পরিচালিত এক গবেষণার ফলাফলে এ তথ্য বেরিয়ে এসেছে।
‘গণমাধ্যম ব্যবস্থা, রাজনৈতিক পরিপ্রেক্ষিত ও অবহিত নাগরিক: একটি তুলনামূলক সমীক্ষা’ শীর্ষক প্রতিবেদনে আরও দেখা যায়, কানাডার পাশাপাশি অস্ট্রেলিয়া, কলম্বিয়া, গ্রিস, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নারীরাও রাজনীতি ও চলতি ঘটনাবলি সম্পর্কে পুরুষদের চেয়ে কম জানেন। লৈঙ্গিক সমতা রয়েছে এমন প্রগতিশীল ও উন্নত সমাজব্যবস্থার মধ্যে থেকেও রাজনীতি সম্পর্কে নারীদের ধারণা তুলনামূলক কম।
গবেষণায় নেতৃত্ব দেন ইউনিভার্সিটি অব লন্ডনের গবেষক জেমস কারান। তিনি বলেন, নারী ও পুরুষের রাজনীতির জ্ঞানে এই ব্যবধানের তিনটি সম্ভাব্য কারণ থাকতে পারে: প্রথমত, নারীরা যুগ যুগ ধরে ঘরোয়া কাজকর্মে বেশি সময় কাটান এবং রাজনীতির বিষয়গুলো পুরুষেরাই দেখাশোনা করেন। দ্বিতীয়ত, নারীদের সংবাদ দেখার সময় অনেক কম। তৃতীয়ত, পুরুষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নারীদের নিরুৎসাহিত করা হয়।
সূত্র - প্রথম আলো

