বিশ্বে শিশুমৃত্যুর অন্যতম কারণ নিউমোনিয়া। গ্রামাঞ্চলে রান্নার কাজে জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার, কয়লাসহ আবহাওয়া ও জীবনধারার কারণে এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে বেশ। কিন্তু এবার গবেষকেরা বলছেন, শহরের আধুনিক অ্যাপার্টমেন্টেও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।
চীনের সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট অনুষদের হুয়া কিয়ানের নেতৃত্বে একদল গবেষক দেশটির জিয়াংসু প্রদেশের নানজিং শহরের অ্যাপার্টমেন্টে বসবাসকারী শিশুদের ওপর সমীক্ষাভিত্তিক একটি গবেষণা করেন। তাঁদের গবেষণা নিবন্ধটি প্রকাশ করেছে বিজ্ঞান সাময়িকী চায়নিজ সায়েন্স বুলেটিন।
এই গবেষণায় বলা হচ্ছে, অ্যাপার্টমেন্টে বাতাস চলাচল ব্যবস্থা, রান্নায় ব্যবহূত জ্বালানির ধরন, আর্দ্রতা, ব্যবহূত আসবাবপত্রের ধরন ইত্যাদির ওপর নিউমোনিয়ার ঝুঁকি নির্ভর করে। আর অ্যাপার্টমেন্টে সীমিত বায়ু চলাচলব্যবস্থা, রান্নায় জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহার, স্যাঁতসেঁতে আবহাওয়া, মেঝে ও দেয়ালে ব্যবহূত বিভিন্ন বস্তু ইত্যাদি নিউমোনিয়ার ঝুঁকি বাড়ায়। এ ছাড়া ফুসফুস-সংক্রান্ত কোনো অসুখ, পরিবারে কারও নিউমোনিয়া থাকা ও মা-বাবা ছাড়া পালিত শিশুদেরও নিউমোনিয়ার ঝুঁকি বাড়ায়।
গবেষকেরা ২০১০ ডিসেম্বর থেকে ২০১১ সালের মার্চ পর্যন্ত চীনের নানজিং শহরের ১১টি জেলার ২৩টি কিন্ডারগার্ডেনের চার হাজারের অধিক শিশুর অভিভাবকের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। শহর, শহরতলি ও শিল্প এলাকা—সব ধরনের অঞ্চল থেকেই এসব তথ্য সংগ্রহ করা হয়।
গবেষকেরা তাঁদের গবেষণা ফলাফল ব্যবহার করে শহরের ভবনে যেসব কারণে নিউমোনিয়া হয়, তা দূর করতে করণীয় নিয়ে কাজ করছেন। তাঁরা আশা করছেন, শিশুর অভিভাবকেরা অ্যাপার্টমেন্টের পরিবেশ ও ভবনের সাজসজ্জায় প্রয়োজনীয় পরিবর্তন এনে নিউমোনিয়ার ঝুঁকি কমাতে পারবেন।
চীনের শিশুদের বাসস্থানের কারণে স্বাস্থ্যের ওপর প্রভাবসংক্রান্ত প্রকল্প সিসিএইচএইচের অধীনে এ গবেষণা করা হয়। এতে প্রয়োজনীয় সহযোগিতা করে দেশটির ন্যাশনাল ন্যাচারাল সায়েন্স ফাউন্ডেশন।
সূত্র - প্রথম আলো

