বাংলাদেশ বিমানে চলাচলকারী যাত্রীদের মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশনের অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে সংশ্লিষ্টদের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যায়নি বলে যাত্রীরা অভিযোগ করেছেন।
শুক্রবার রাতে ওমানগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-০২১ এ যাত্রীদেরকে মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশন করেন বিমানক্রুরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটে ওমানের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের বিজি-০২১ ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা। কিন্তু তা আড়াই ঘণ্টা দেরিতে পৌনে একটার দিকে ওমানের উদ্দেশ্যে ছেড়ে যায়। ওই ফ্লাইটের যাত্রী ছিলেন ওমানপ্রবাসী চট্টগ্রামের হাফেজ মো. ইদ্রিস মিয়া।
ওমান থেকে মুঠোফোনে প্রবাসী হাফেজ মো. ইদ্রিস বাংলানিউজকে বলেন,‘ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ক্রুরা অপেক্ষারত যাত্রীদের খাবার পরিবেশন করেন। এসময় বিভিন্ন খাবারের মধ্যে পরিবেশিত কেক ছিল মেয়াদোত্তীর্ণ।
তিনি বলেন,‘ ফ্লাইটের সব যাত্রীদেরকে একই মেয়াদোত্তীর্ণ কেক দেয়া হয়। যাত্রীরা সবাই ক্ষুব্দ হলে ঘটনাস্থলে বিমানের ডিউটি অফিসার জালাল উদ্দিন ঘটনাস্থলে এসে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বললে পরিস্থিতি শান্ত হয়।’
বিমানের কর্মকর্তাদের অবহেলায় এরকম ঘটনা ঘটেছে উল্লেখ করে ওই যাত্রী বলেন,‘একে তো ফ্লাইট দুই ঘণ্টা লেট এরপর আবার যাত্রীদের মেয়াদোত্তীর্ণ খাদ্য পরিবেশন। এটি সত্যিই দু:খজনক ও উদ্বেগের।’
শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর স্টেশনের ডিউটি অফিসার মো. জালাল উদ্দিন বাংলানিউজকে বলেন,‘ফ্লাইট ছাড়তে দেরি হওয়ায় বিমানবন্দরে অপেক্ষারত যাত্রীদের রিফ্রেশমেন্টের জন্য ব্যবস্থা করা হয়। কিন্ত এসময় পরিবেশন করা খাবারে কেকের প্যাকেটে মেয়াদোত্তীর্ণ লেখা দেখে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়।’
বিষয়টি সঙ্গে সঙ্গে বাংলাদেশ বিমানের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।
জালাল উদ্দিন বলেন, ‘বিমানে বিশুদ্ধ ও স্বাস্থ্যসম্মত খাবারের জন্য পরিবেশক নিয়োগ দেয়া হয়েছে। তারা কেন মেয়াদোত্তীর্ণ খাবার এখানে এনেছে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
তবে ওই পরিবেশক প্রতিষ্ঠানের নাম জানাতে পারেননি তিনি।
সূত্র - বাংলা নিউজ ২৪

