চকলেটপ্রেমীদের জন্য সুখবর! যত খুশি চকলেট খান। মোটা হওয়ার ভয় নেই। কারণ কম ক্যালরি যুক্ত চকলেট তৈরির দাবি করেছেন ভারতীয় বংশোদ্ভূত এক চকলেট প্রস্তুতকারক।
মানেশ পপাট নামে ওই ব্যক্তির দাবি, তার তৈরি করা চকলেটে ২০ ক্যালরিও কম ফ্যাট আছে।
চকলেট তৈরি হয় মাখন, ক্রিম ও ডিমের মতো উচ্চ ক্যালরি যুক্ত খাদ্য উপাদান দিয়ে। কিন্তু পপাট কোকো ও সুগন্ধি পানি দিয়ে এই কম ক্যালরি যুক্ত চকলেট তৈরি করেছেন।
তিনি বলেন, ‘আমি চকলেট খুব পছন্দ করি। আমার চকলেট প্রীতিই আমাকে এধরনের চকলেট তৈরিতে অনুপ্রাণিত করেছে।’
অংকশাস্ত্রে স্নাতক পপাট জানান, এই চকলেট তৈরিতে আমি আমার অংক ও বিজ্ঞানের জ্ঞান কাজে লাগিয়েছি।
তিনি বলেন, “সঠিক উপায়ে তৈরি চকলেট স্বাস্থ্যের জন্য ভালো।”
পপাটের তৈরি কম ক্যালরিযুক্ত চকলেট এরইমধ্যে বিশ্বের রান্নার জগতে আলোড়ন সৃষ্টি করেছে। বার্মিংহামে ১২ থেকে ১৬ জুন পর্যন্ত অনুষ্ঠিত ‘বিবিসি গুড ফুড শো’তে তার চকলেটের স্টলটিতে অনেক দর্শনার্থী ভিড় করেছিল। তাই শিগগিরই বাণিজ্যিক ভিত্তিতে চকলেটটি বাজারে আনার ব্যাপারে আশাবাদী পপাট।
এই চকলেট এরইমধ্যে কেন্টের মিসেলিন স্টার রেস্টুরেন্ট ও লন্ডনের পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানে পাঠানো হয়েছে।
সূত্র: পিটিআই এবং নতুন বার্তা

