যে শিশুরা প্রতিদিন কয়েক ঘণ্টা টেলিভিশন দেখে, তারা প্রাতিষ্ঠানিক পড়াশোনায় ভালো করে। তাদের শব্দ ভান্ডারও বাড়ে। নতুন এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। লন্ডন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ওই গবেষণা পরিচালনা করেন। গবেষকেরা বলছেন, শিশুশিক্ষার্থীরা টেলিভিশন দেখে উপকৃত হয়। যে শিশুরা প্রতিদিন গড়ে এক ঘণ্টার কম সময় ধরে টেলিভিশন দেখেছে তাদের তুলনায় যারা তিন কিংবা চার ঘণ্টা টেলিভিশন দেখেছে, তারা তিন মাস এগিয়ে থাকে। গবেষণায় এও দেখা যায়, পড়াশোনায় ভালো ফল করার জন্য অভিভাবকেরা শিশুদের ওপর নিয়মিত খাওয়া-দাওয়া করা ও নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়ার বিষয়ে পীড়াপীড়ি করেন, এতে খুব একটা সুফল পাওয়া যায় না। লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশনের বিশেষজ্ঞ আলিস সুল্লিভান বলেন, নিয়মিত টেলিভিশন দেখার ফলে শিশুদের শব্দভান্ডার বৃদ্ধি পায়। গবেষণাপত্রটি সোসিয়োলজি সাময়িকীতে প্রকাশ করা হয়েছে।
সূত্র - প্রথম আলো

