যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ জানিয়েছেন মস্তিষ্কের কর্মদক্ষতা বাড়াতে মধ্য দিবার নিদ্রা প্রয়োজন। তারা গবেষণা চালিয়ে দেখেছেন যে, যারা সারাদিন কাজের মধ্যে ডুবে থাকেন কোন প্রকার বিশ্রাম বা ঘুমান না তাদের চেয়ে যারা দুপুরে খাওয়ার পর অন্তত এক ঘণ্টা পরিমাণ ঘুমান বা বিশ্রাম করেন তাদের কাজের মান ও দক্ষতা অনেক বেশি। তাদের মস্তিষ্ক থাকে তীক্ষè, কর্মোদ্যম এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও অনেক উন্নত হয়। রাত্রীবেলা দীর্ঘ সময় ঘুমিয়ে বিশ্রাম নেয়ার পর সকালে মস্তিষ্ক থাকে শান্ত, মন হয় সতেজ, শরীর ঝর ঝর ফুরফুরে হয়ে উঠে, কাজকর্মের উদ্যোগ বেশি থাকে, দেহমন পূর্ণদ্যোমে কাজ শুরু করে দেয়। এই উদ্যোগ ছয়-সাত ঘণ্টা পর্যন্ত ভাল থাকে পরে আস্তে আস্তে কমে যেতে থাকে। তখন খানিকটা সময় বিশ্রাম নিলে বা ঘুমিয়ে নিলে মস্তিষ্কের কর্মদক্ষতা আবার বৃদ্ধি পায়।
সূত্র - দৈনিক ইনকিলাব

