বর্তমান যুগে মাথাব্যথার শিকার বেশিরভাগ মানুষই। পেইন কিলার খেয়েই এই যন্ত্রণা থেকে নিষ্কৃতি পান তারা। তবে আর পেইন কিলারের ওপর ভরসা করতে হবে না।
বিজ্ঞানীরা এমন একটা চা আবিস্কার করেছেন,যা খেলে মাথাব্যথা মুহুর্তের মধ্যেই উধাও হয়ে যাবে।
ব্রিটেনের নিউ ক্যাসেল ইউনিভার্সিটির গবেষকরা তাদের গবেষণায় তা প্রমাণ করেছেন। এই চা শুধু মাথার যন্ত্রনাই কমাবে না,ক্যান্সার প্রতিরোধ করবে। এর সঙ্গে শরীরে কোলেস্টেরলের মাত্রাও কমাবে।
এই চায়ের নাম ব্রাজেলিয়ান হাইপ্রিটস ক্রেনেটা।
ব্রাজিলের মানুষ শীতের হাত থেকে বাঁচতে এই চা পান করেন। ক্যামেলিয়া সিননসিস এক প্রকার গাছ থেকে এই চা তৈরী হয়। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়া আরো অন্য কিছু তত্ত্ব আছে যা ক্যান্সার প্রতিরোধ করে। এর সঙ্গে কোলেষ্টেরল কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সূত্র - natunbarta.com

