বিরোধী জোটের শীর্ষ নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন চিকিৎসক নেতারা। রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৫০ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন খালেদা জিয়া। বৈঠক সূত্র জানায়, গণতন্ত্র, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, মানবাধিকার রক্ষা ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, ড্যাব সভাপতি প্রফেসর ড. একেএম আজিজুল হক, মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন, প্রফেসর ড. এমএ মজিদ, প্রফেসর ড. এবিএম ভূঁইয়া, প্রফেসর ড. আব্দুল মবিন খান, প্রফেসর ড. মিজানুর রহমান, প্রফেসর ড. এজেডএম মাইদুল ইসলাম, প্রফেসর ড. খাদিজা খাতুন, প্রফেসর ড. ফিরোজা খাতুন, প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদ, প্রফেসর ড. মাঈনুল হাসান সাদিক, প্রফেসর মান্নান মিয়া, প্রফেসর ড. সিরাজ উদ্দিন আহমেদ, প্রফেসর ড. গাজী আব্দুল হক, প্রফেসর ড. মো .সাইফুল ইসলাম, প্রফেসর ড. মো. ফজলুল হক, প্রফেসর ড. ফিরোজা খাতুন, প্রফেসর ড. মওদুদ হোসেন আলমগীর, প্রফেসর ড. আজিজ রহিম, প্রফেসর ড. শাহাবুদ্দিন আহমেদ, প্রফেসর ড. গোলাম মাঈনুদ্দিন, প্রফেসর ড. এসএম রায়হান, প্রফেসর ড. শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ড. মজিবুর রহমান ভূঁইয়া, প্রফেসর ড. চৌধুরী মো. হায়দার আলী, প্রফেসর ড. সেলিম সরকার, প্রফেসর ড. মেজবাহ উদ্দিন, প্রফেসর ড. সেলিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র - দৈনিক মানবজমিন

