যাঁরা নিয়মিত ভিডিও গেমস খেলেন, তাঁদের জন্য দুঃসংবাদই বটে। ভিডিও গেমস খেলোয়াড়েরা দৃষ্টিবিভ্রমের শিকার হতে পারেন। নতুন এক গবেষণায় এমন চিত্রই উঠে এসেছে।
যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল গেমিং রিসার্চ ইউনিটের গবেষকেরা ৪৮৩ জন ভিডিও গেমস খেলোয়াড়ের ৬৫৬টি দৃষ্টিবিভ্রম অভিজ্ঞতার বিষয় জানতে পেরেছেন। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
গবেষণায় অংশগ্রহণকারী ভিডিও গেমস খেলোয়াড়েরা এমন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যার উপস্থিতি বাস্তব জগতে নেই। ভিডিও গেমস খেলা বন্ধ করার পর তাঁদের অনেকেই চোখের সামনে ভিডিও গেমসের ছবি দেখতে পেয়েছেন। এ ছাড়া বাস্তব জগতের কিছু বস্তুর বিকৃত রূপও তাঁরা দেখতে পেয়েছেন যার কোনো অস্তিত্বই নেই।
ভিডিও গেমস খেলোয়াড়দের কেউ কেউ আবার কথা-বার্তা বলার সময় চোখের সামনে ভিডিও গেমসের মেনু জ্বলজ্বল করতে দেখেছেন। এমনকি রাস্তায় গাড়ি চালানোর সময় অবাস্তব নানা ধরনের রঙিন ছবি দেখার অভিজ্ঞতাও অর্জন করেছেন তাঁদের কেউ কেউ।
সূত্র - প্রথম আলো

