
জার্মানির গবেষকেরা সম্প্রতি কৃত্রিম অস্থি মজ্জা তৈরির ক্ষেত্রে সাফল্য পাওয়ার দাবি করেছেন। গবেষকেরা জানিয়েছেন, কৃত্রিম অস্থি মজ্জা থেকে স্টেম সেল উত্পাদনে সাফল্য পাওয়ায় লিউকোমিয়া চিকিত্সা সহজ হবে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।
শরীরের রক্ত গঠনকারী কোষকলা, অস্থি মজ্জা এবং লসিকা নালির ক্যান্সারকে লিউকোমিয়া বলে। লিউকোমিয়া সাধারণত শ্বেত রক্ত কণিকায় দেখা যায়। শরীরে স্বাভাবিকভাবে তৈরি হওয়া শ্বেত রক্ত কণিকা গুলোকে সংক্রম প্রতিরোধী দেহের প্রহরী বলা হয়। লিউকোমিয়ায় আক্রান্ত ব্যক্তির অস্থি মজ্জা শরীরে রোগ প্রতিরোধক্ষম শ্বেত কণিকা তৈরি করতে পারে না।
জার্মানির কালশ্রু ইনস্টিটিউট অব টেকনোলজি (কেআইটি), ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ও টুবিনগেন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সিনথেটিক পলিমার ব্যবহার করে কৃত্রিম অস্থি মজ্জা তৈরির দাবি করেছেন।
‘বায়োম্যাটেরিয়ালস’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা সংক্রান্ত নিবন্ধ।
গবেষকেরা জানিয়েছেন, আগামী কয়েক বছরের মধ্যেই এই কৃত্রিম অস্থি মজ্জা লিউকোমিয়া চিকিত্সায় ব্যবহার করা যাবে।
গবেষকেরা জানান, রক্তকোষ বা শ্বেতকণিকা অস্থি মজ্জার হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে নিয়মিত পরিবর্তিত হতে থাকে। এই হেমাটোপয়েটিক স্টেম সেল রক্তের বিভিন্ন রোগের চিকিত্সায় ব্যবহার করা যেতে পারে। এর মধ্যে লিউকোমিয়া অন্যতম। আক্রান্ত হেমাটোপয়েটিক স্টেম সেলকে সুস্থ কোনো দাতা অস্থি মজ্জার হেমাটোপয়েটিক স্টেম সেল দিয়ে প্রতিস্থাপন করা যায়।
লিউকোমিয়ার মতো সমস্যা হেমাটোপয়েটিক স্টেম সেলের পুনরুত্পাদন প্রক্রিয়ায় সমাধান করা যায়। এখন পর্যন্ত এই প্রক্রিয়াটি প্রায় অসম্ভব পর্যায়ে ছিল। গবেষকেরা দাবি করেছেন যে, তাঁরা পরীক্ষাগারে কৃত্রিম উপায়ে অস্থি মজ্জার মূল উপাদানগুলো পুনরুত্পাদন করতে সক্ষম হয়েছেন। অস্থি মজ্জার যে স্পঞ্জের মতো কাঠামো থেকে রক্ত তৈরি হয় সিনথেটিক পলিমারের সাহায্যে তাঁরা সে ধরনের কাঠামো তৈরিতে সফলতা পেয়েছেন।
সূত্র - প্রথম আলো

