চিকিৎসকের পরামর্শমতো ওষুধ তো খাবেনই। কখনো তো জানতে ইচ্ছা করে, যে ওষুধটা খাচ্ছেন তাতে কী আছে, কোন কারণে এটি ব্যবহার করা হয়। এবার স্মার্টফোনের একটি অ্যাপলিকেশন থেকেই জেনে নিতে পারবেন এসব তথ্য। বিডি ড্রাগ ডিরেকটরি নামের এই অ্যাপলিকেশনে আছে বাংলাদেশে পাওয়া যায় এমন সব ওষুধের খুঁটিনাটি তথ্য।
অ্যাপলিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করলে অফলাইনেই এসব তথ্য দেখতে পাবেন।
কোন ওষুধের বাণিজ্যিক নাম বা বৈজ্ঞানিক নাম ধরেই খুঁজে বের করতে পারবেন এর তথ্য।
নির্মাতা: শামীম আহসান ও শাহারিয়ার হোসাইন
নামানোর ঠিকানা: http://goo.gl/bk8hfe
আকার: ১.৭ মেগাবাইট
সূত্র - প্রথম আলো

