* মেথি বাটা, পেঁয়াজ, নিমপাতা, লেবুর রস, টকদই একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। ৩০ থেকে ৪০ মিনিট রেখে শ্যাম্পু করে ধুয়ে নিন।
* ভিনেগার ও পানি মিশিয়ে চুলের গোড়ায় লাগালেও চুল উজ্জ্বল হয়।
* টকদই ও বাটা মেহেদি একসঙ্গে মিশিয়ে পুরো মাথার চুলে লাগিয়ে রাখুন ৩৫ থেকে ৪৫ মিনিট। এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এভাবে দুই-তিন দিন অথবা সপ্তাহে কমপক্ষে এক দিন ব্যবহারে খুশকি চলে যাবে এবং চুল হয়ে উঠবে অনেক সুন্দর।
* লেবুর রস, জবা ফুল ও কর্পূর একসঙ্গে মিশিয়ে চুলে লাগালে খুশকির উপদ্রব কমবে।
* টকদই, লেবু ও ডিমের সাদা অংশ মিশিয়ে প্যাক হিসেবে পুরো চুলে লাগান। ২০ মিনিট রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
* বাটা পেঁয়াজের রস ও মেথি পেস্ট করে লাগালে খুশকি দূর হয়।
* এক দিন পর পর অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করে চুলের গোড়া পরিষ্কার রাখুন। দুই সপ্তাহের মধ্যেই খুশকি কমে যাবে।
* মাসে একবার হেয়ার স্পা, প্রোটিন ট্রিটমেন্ট অথবা ডিপ কন্ডিশনিং ট্রিটমেন্ট করা উচিত।

