স্বাস্থ্যকর ও নিরাপদ উপায় ওজন বাড়াতে চাইলে আপনাকে দৈনিক ক্যালরির হিসাবে নামতে হবে। এক্ষেত্রে লক্ষ্য হল নিত্তদিনের কর্মকান্ডে আপনি যে পরিমাণ ক্যালরি পোড়ান তারচেয়ে অধিক ক্যালরি গ্রহণ করতে হবে আপনাকে।
মনে রাখা প্রয়োজন, অধিক ক্যালরিযুক্ত খাবার মানেই ফাস্টফুড বা অস্বাস্থ্যকর রাস্তার ভাজাপোড়া নয়। অনেক পুষ্টিকর সাধারণ খাদ্যেও রয়েছে ক্যালরীর ভান্ডার। এমন কিছু খাবার হল -
* শর্করা - ভাত ওজন বাড়াতে খুব ভালোভাবেই সাহায্য করে। দৈনিক খাবারে ভাতের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন।
* বাদাম - মুখরোচক ও স্ন্যাক হিসেবে আমরা খেয়ে থাকলেও বাদামে অতি উচ্চ পর্যায়ের পুষ্টিগুনযুক্ত এক খাবার। দৈনিক বাদাম ও বিভিন্ন ধরণের বিচি যেমন শিম, মটরশুটি, এগুলো খাদ্যতালিকায় যোগ করতে পারেন।
* ফল - কলা, আম, সফেদা ও অন্যান্য মিষ্টিফলে রয়েছে প্রচুর পরিমাণ শর্করা ও ফ্রুকটোজ।
* স্টার্চ যুক্ত খাদ্য - আলু, ভুট্টা, পাউরুটি ইত্যাদি
* দুধ - দৈনিক পূর্ণ ননীযুক্ত দুধ খাবার অভ্যাস করুন।

