কান মানব দেহের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এই গুরুত্বপূর্ণ অঙ্গে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। যেমন- কানে কম শোনা, কান দিয়ে পুঁজপড়া, কানে ব্যথা, ইনফেকশন, কানে কোনো কিছু ঢোকা, কানে রক্ত জমা, কানের পর্দা ফাটা ইত্যাদি। এই রোগগুলো কখনো কখনো খুবই মারাত্দক পর্যায়ে যেতে পারে, যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা করা না হয়।
শিশুদের মধ্যে কানে পুঁজ প্রায়শই দেখা দেয়। হাম জ্বরে ভোগার পরও কানে পুঁজ হতে পারে। এসব সমস্যাকে অবহেলা করলে স্থায়ীভাবে বধিরতা দেখা দিতে পারে এবং রক্তপুঁজ সৃষ্টি হয়ে মারাত্দক রোগে পরিণত হয়। পূর্ণ বয়স্কদের কানে পুঁজ দেখা দিলে চিকিৎসকরা বধিরতার পূর্ব লক্ষণ মনে করেন। এ ধরনের কানে ব্যথা দাঁতে পর্যন্ত পরিব্যাপ্ত হয়। হাম বা বসন্ত রোগের পর কানের ভেতর খোঁচা মারা অথবা কানের ভেতর ফোঁড়া থেকেও কর্ণশূল হতে পারে। এসব ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় চিকিৎসানা নিলে পরবর্তীতে জটিল উপসর্গ দেখা দিতে পারে।
সূত্র - bd-pratidin.com

