অফিস হোক কিংবা বাসা, কাজের টেবিলগুলোই যেন আমাদের পৃথিবী। আর সবগুলোড্রয়ার যেন আমাদের প্রয়োজনীয় রসদ জমা রাখার নিরাপদ স্থান। তবে সেই ড্রয়ারযদি গুছিয়ে না রাখা যায় তাহলে সময়মত কিছুই খুঁজে পাওয়া যাবে না। তাই ড্রয়ারগুছিয়ে রাখবার কিছু টিপস...
♦ বিষয় অনুযায়ী আলাদা আলাদা করে নোট বুক রাখুন ড্রয়ারে।
♦ সিলেবাসের বইগুলো রাখুন ড্রয়ারের ওপরের তাকে। আর রেফারেন্স বইগুলো রাখুন ড্রয়ারের নিচের তাকে।
♦ জেরক্স ও মেটেরিয়াল জেমস ক্লিপ দিয়ে আটকে রাখুন সবচেয়ে নিচের ড্রয়ারের একপাশে।
♦ বাইরে থেকে ফিরে সবকিছু আগের জায়গা মতোই গুছিয়ে রাখুন। তাহলে অন্তত পরদিন অফিস যাওয়ার সময় তোলপাড় করে খুঁজতে হবে না।
♦ রাফ ওয়ার্ক করার প্যাড, কলম, পেনসিল, জ্যামিতি বক্স রাখুন জাঙ্কড্রয়ারে। জাঙ্ক ড্রয়ারে মূলত সবসময়ের ব্যবহারের প্রয়োজনীয় জিনিসপত্র রাখাহয়।
♦ প্রজেক্ট ওয়ার্কেও বড় কাগজ বা প্র্যাকটিক্যাল নোটবুক রাখার জন্য বানানোর সময় খেয়াল করে বানিয়ে নিন চওড়া মাপের একটি বড় ড্রয়ার।
♦ প্রতি মাসে একবার ড্রয়ার পরিষ্কার করে বাতিল কাগজপত্র ফেলে দিন।
সূত্র - poriborton.com

