ছেলেদের ত্বকের যত্ন সবসময়ই আমাদের কাছে অপ্রয়োজনীয় বলে মনে হয়। কিন্তুমনে রাখতে হবে সবকিছুরই যত্নের প্রয়োজন রয়েছে। নইলে আসছে শীতে অসময়েগ্যাঁড়াকলে পড়তে কতক্ষণ।
এমনিতেই সারাদিন বাইরে থাকার ফলে ধূলোময়লা ছেলেদের ত্বকের হানি ঘটায়।সেইসাথে নিত্যদিন ক্লিনজিং এবং শেভ করার কারণে অনেকসময় রুক্ষ হয়ে ওঠেমুখমণ্ডলের ত্বক। তাই কোমল ত্বক পেতে ছেলেদের কি করণীয় সেটা নিয়েই আজকের আয়োজন...
♦ দিন শুরুর গোসলটা যে কারো জন্যই খুব গুরুত্বপূর্ণ। গরম জল আর দীর্ঘগোসল আপনার ত্বক থেকে তৈলাক্ততা দূর করে। তাই সময় সীমা বেঁধে এক ঈষদুষ্ণ পানিতে গোসলটা সেরে নিন। ত্বকের সাথে কোমল রবে আপনার মনও।
♦ ক্ষার যুক্ত সাবান পরিহারের চেষ্টা করুন। শুষ্কতা এড়াতে হালকা ধরণের ক্লিনজার ব্যবহার করতে পারেন।
♦ ত্বকের সুরক্ষা ও মসৃণতা নিশ্চিত করতে শুষ্ক গালে দাঁড়ি কামাবেন না।এর আগে শেভিং ক্রিম, লোশন অথবা জেল দিয়ে নিয়ে পারেন। এতে করে দাঁড়ি নরম হবেআর শেভ করতেও সুবিধা হবে। পাশাপাশি ত্বকও থাকবে মসৃণ।
♦ ময়েশ্চারের ব্যবহার আপনার ত্বককে কোমল করে তুলবে। তবে সেটা অবশ্যই আপনার জন্য উপযোগী হতে হবে।
সূত্র - poriborton.com

