উত্তর: মৃগী মানসিক রোগ নয়। মৃগীরোগহচ্ছে স্নায়ুতন্ত্রের একটি রোগ। মস্তিষ্কের অতি সংবেদনশীলতা ছাড়াও এ রোগেনানা কারণে খিঁচুনি হতে পারে। যেমন: মস্তিষ্কে টিউমার, স্ট্রোক, মাথায়আঘাত ও রক্তপাত, রক্তশিরায় সমস্যা, সংক্রমণ, মাত্রাতিরিক্ত জ্বর, মানসিকপ্রতিবন্ধকতা, আলঝেইমার, বিভিন্ন ওষুধ, শরীরের লবণ, ভিটামিন বা খনিজপদার্থের ভারসাম্যহীনতা এবং ডায়াবেটিসের রোগীর রক্তের শর্করার আধিক্য বাস্বল্পতা থেকেও মৃগীরোগ দেখা দিতে পারে।
সূত্র - প্রথম আলো

