উৎসবের মরশুমে পেটের ওপরে যথেষ্ট অত্যাচার, সময় অসময়ে নানান প্রকারের খাবার- এতকিছুর পরে, কেমন যেন একটু ক্লান্ত হয়ে গেছেন কি আপনি? অজান্তেই কিখাদ্যের মেনুর জন্যে ক্লান্তি আসছে শরীরে? আসলে উৎসবের খাওয়া-দাওয়ার মাঝে আপনার শরীরের বিপাক সঠিকভাবে কাজ না করার ফলেই এমনতর গোলমালের সৃষ্টি। এরহাত থেকে চলতি হাওয়ায় রেহাই মিলবে কী করে? প্রাত্যহিক যত বেশি মিল খাবেন, কম গ্যাপে, ততই বেশই চাঙ্গা হয়ে দৌড়াতে থাকবে আপনার মেটাবলিজম বা বিপাক।
আসলে খাদ্যের তালিকা ও পরিমাণের ওপরে নির্ভরশীল এই বিপাক। সেটা যতই ভালোহবে, তত গলবে মেদ, ছিপছিপে তন্বী দেহ পাওয়ার চাবিকাঠি হাতের মুঠোয় এসে যাবেআপনার! তার জন্য দরকার বাছাই কিছু সব্জি। তার গুণাবলীই আপনাকে উৎসবের অনিয়মের মাঝেও সুস্থ রাখবে। অতএব, নিজের হেকটিক রুটিনের মাঝে টুক করে ঢুকিয়ে ফেলুন সেগুলো, আর, নিজেই নিজের ডায়েটেশিয়ান হয়ে যান! এবার প্রশ্নহল, আপনার শরীরের বিপাক বাড়ানোর জন্য খাদ্য তালিকায় কী কী সব্জি না থাকলেই নয়?
ক্যাপ্সিকাম: এই সব্জিটি শরীরের স্ট্রেস বা চিন্তার হরমোনগুলি ক্ষনিকের জন্য ছেড়ে দেয়, যার সাহায্যে বিপাকের গতি বাড়তে থাকে। ক্যাপ্সিসিন নামেরএকটি রাসায়নিকের উপস্থিতিতে ক্যাপ্সিকাম অত্যন্ত সহজেই বিপাক করায়। আরক্যাপ্সিকাম দিয়ে বানিয়ে ফেলাও যায় নানান ভারতীয় ও কন্টিনেন্টাল পদ। মানে, সুস্বাদ আর স্বাস্থ্য- দুটোই পেয়ে যাবেন ক্যাপ্সিকামের প্যাকেজে।
ব্রকোলি: ব্রকোলিতে থাকে অনেক পরিমাণে ক্যালসিয়াম। যার কারণে এই সব্জিটি মেদ গলাতে সাহায্য করে অধিকতর বিপাক দিয়ে। ফুলকপির নানান পদ বানিয়ে ফেলুন ব্রকোলি দিয়ে। খেতেও খারাপ লাগবে না; উপকারও পাবেন অনেক বেশি।
বিন্স : প্রোটিন শরীরের পেশির অংশ বাড়াতে সাহায্যে করে ও ফাইবারও বাড়ায় বিপাকের গতি। কারণ এর রাসায়নিক গঠনের জন্য শরীর বেশ অনেকটাই সময় নেয় সেগুলিকে ভাঙতে। বিন্সে উপস্থিত প্রোটিন ও ফাইবার তাই জোর কদমে মেটাবলিকরেট বা বিপাকের গতি বাড়ায়, আপনার অবাঞ্ছিত ফ্যাটকেও দূর করে নিমেষে।
শাক: যেকোনো শাকেই অল্প বিস্তর ভিটামিন সি, পটাসিয়াম, আয়রন ওম্যাগনেশিসিয়াম থাকে। ভিটামিন সি-ও বিপাক বাড়িয়ে আপনার মনের মতো শেপেশরীরকে সাজিয়ে নিতে সাহায্য করে। আসন্ন দীপাবলীর জন্য তাই এখন থেকেই নিজেকে ফিট রাখার তোড়জোড় শুরু করে দিন। শহরের এক বিখ্যাত ফিজিসিয়ান সুশান্তসাহা-ও পরামর্শ দিচ্ছেন খাদ্য তালিকায় এইসব সব্জি যোগ করতে!
'নিত্যদিনের খাবারের তালিকায় ঢুকিয়ে ফেলুন এই সব্জি গুলোকে। লোভনীয় চাইনিজই হোক, বা মায়ের হাতের ঘরোয়া বাঙালি খানা, বুদ্ধি করে বিপাক বাড়ানোর উপকরণ শরীরকে যোগান দিন। এতে লাভ বই ক্ষতির কোনও প্রশ্নই নেই', জানাচ্ছেন তিনি।এবার তাহলে একটু নিজের যত্ন নিন। উৎসবের মধ্যে নইলে আনন্দই বা করবেন কীভাবে?
সূত্র - natunbarta.com

