.jpg)
আপনি স্বাস্থ্যকর মনে করছেন কিন্তু বাস্তবে এর সম্পূর্ণ বিপরীত এমন কিছু খাদ্যপন্য সম্পর্কে এ নিবন্ধটি আপনাকে সতর্ক করে দিতে সাহায্য করতে পারে। এখানে আমরা ৮ টি অস্বাস্থ্যকর খাবারের তালিকা দিচ্ছি যা আপনি হয়তো স্বাস্থ্যকর বলে মনে করতে পারেন।
পাস্তাঃ সাধারণত মুদি দোকান থেকে আপনি এ নামে যে খাবার কিনে থাকেন তা আসলে সাদা ময়দার সাথে পানি এবং ডিমের মিশ্রণে তৈরি একটা কিছু, এর মানে হল কোনরূপ খনিজ, ভিটামিন, ফাইবার বা এমন কোন প্রয়োজনীয় উপাদান বিহীন একটি খাবার। সুতরাং আপনি এক বাটি পাস্তা খাচ্ছেন যাতে কোনরূপ ক্যালরি থাকছে না।
সাদা পাউরুটিঃ সাধারণভাবে বলতে গেলে এটি পাস্তা, যা পাউরুটি আকৃতির।
স্যুপ মিক্সঃ কৃত্রিম লবন এবং প্রিজারভেটিভ এর মিশ্রণ সহযোগে এটি পাওয়া যায়, যা হৃদরোগের জন্য প্রধানত দায়ী।
কেচাপঃ এক চামচ কেচাপ এক চিমটি লবন সমেত এক চামচ চিনির সমতুল্য হতে পারে। (এক চিমটি বলতে আমি বুঝাচ্ছি চিনির চেয়ে কম লবন, কিন্তু তারপরেও স্বাস্থ্যের জন্য যথেষ্ট ক্ষতিকর)।
ডায়েট সোডাঃ “ডায়েট” সোডা এমনকি চিনি দেয়াটি থেকেও বেশী খারাপ হতে পারে। এর মধ্যে কৃত্রিম মিষ্টি কারক হিসাবে যে Aspartame দেয়া হয় তা বিশেষ এক ধরণের ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। আমার মতে “ডায়েট” বা “হালকা” বলে যেগুলিকে বলা হয় তার সবগুলি থেকেই দূরে থাকা উচিত।
সয়া সসঃ এতে খুব বেশী পরিমাণে লবন থাকে এবং বেশীর ভাগ সময়েই এমন ধরণের কেমিক্যাল মিশানো হয় যেগুলি বিশেষ ধরণের ক্যানসারে আক্রান্তের ঝুঁকি বাড়িয়ে দেয়।
লবনযুক্ত বাদামঃ বাদাম একটি পুষ্টিকর খাবার যা আমাদের দেহের জন্য প্রয়োজনীয় অনেক ধরণের স্বাস্থ্যকর চর্বি, আঁশ এবং খনিজ পদার্থে ভরপুর কিন্তু আজকাল যে বাদাম স্ন্যাক্স হিসাবে বিক্রয় করা হয় তা অনেক বেশী লবনযুক্ত, তেলে ভাজা এবং অনেক ক্ষেত্রেই অস্বাস্থ্যকর চর্বি বা চিনির প্রলেপ যুক্ত।
ফলের রসঃ বানিজ্যিক ভাবে উৎপাদিত ফলের রসে বাড়তি চিনি যোগ করা হয় এবং এর পাল্প ফেলে দেয়া হয়। এই পাল্পের মধ্যে প্রয়োজনীয় আঁশ (ফলের মধ্যে থাকা সকল প্রাকৃতিক চিনির জন্য ভারসাম্য পূর্ণ উপাদান) থাকে।

