অনেকেই কাজ কর্ম সেরে কিংবা সকালে ঘুম থেকে উঠেই প্রথমে ক্লান্তি এবং ঘুমের ভাব কাটাতে কফি খান, কিন্তু কফিই কি ক্লান্ত ভাব দূর করার একমাত্র সমাধান? সকালে শরীর চাঙা করতে চাইলেই কফি বাদ দিয়ে কিছু স্বাস্থ্যকর অভ্যাস আয়ত্ত করা যায়। নিম্নে এমন কিছু সকালের অভ্যাসের কথা তুলে ধরা হল -
১) সকালটা হোক আনন্দময়- বিরক্তিকর আওয়াজের কোন অ্যালার্ম সেট না করে সেট করুন বিট যুক্ত আনন্দময় কোন সাউন্ড। ঘুম থেকে উঠে প্রিয় কোন মিউজিক চালিয়ে শরীরকে সচল করতে চট জলদি করে ফেলুন কিছু ফ্রি-হ্যান্ড এক্সেরসাইজ। কয়েকবার সিট-আপস, পুশ আপ দিয়ে নিন। এরপর পানিতে লেবুর রস মিশিয়ে পান করুন। লেবুর রস মেশান পানি দ্রুত শরীরে পানির চাহিদা পূরণ করে এবং শরীরকে ভেতর থেকে সতেজ করে।
২) নাশতাটা হোক স্বাস্থ্যকর -সকালের খাবার কখনোই যেন মিস না হয়। সারারাত না ঘুমানোর ফলে সকালে শরীরকে দিতে হয় কিছু কার্বোহাইড্রেট যুক্ত খাবার। সকালের খাবার যেন সহজ পাচ্য হয়। ওট মিল বা সেরিয়ালের সাথে দুধ এবং কিছু বাদাম মিশিয়ে সহজেই বানিয়ে নিতে সকালের স্বাস্থ্যকর নাশতা।
৩) ভুলবেন না পানি খেতে - সব তো হল , এবার চাই পানি খাওয়া। অবশ্যই চা বা কফি পানের আগে কয়েক গ্লাস পানি পান করুন। ভেজিটেবল বা ফ্রুট জুস খাওয়ার উৎকৃষ্ট সময় হল সকাল বেলা। পেটের অ্যাসিডিটি ব্যালেন্স করতে সকালে খেতে পারেন গাজর বা বিটের জুস।
সর্বোপরি কফি খাওয়ার অভ্যাস থাকলে সকালে পরিমিত পরিমানে কফি পান করতে পারেন। যদি বার বার কফি পান করার অভ্যাস থাকে তাহলে ছোট কফির কাপ ব্যবহার করুন এতে কফি কম পান করা হবে।
Courtesy: Healthprior21.com

