ডি,এন,সি( D&C) হচ্ছে 'dilation and curettage procedure.' এর সংক্ষিপ্ত আকার। এই প্রক্রিয়াটি
করা হয় মহিলাদের জরায়ুতে এবং জরায়ুথেকে টিস্যুর স্যাম্পল বা নমুনা সংগ্রহ করা হয়। এই নমুনা
পরীক্ষা করে ২ টি কাজ করা হয় মূলত - ১) কোন মিস ক্যারেজ বা অ্যাবরশান হওয়ার পর ডি,এন,সি
করে পুরো প্রক্রিয়া শেষ করা হয়। ২) জরায়ুতে কোন অস্বাভাবিকতা থাকলে তা সনাক্ত করার জন্য
ডি,এন,সি করা হয় যেমন - পলিসিস্টিক ওভারি সিনড্রোম অথবা অন্যান্য অস্বাভাবিক ইউটেরাইনের
রক্তপাত।
ডি,এন,সি অনেক সময় প্রথম ট্রাইমেস্টারে অ্যাবরশানের জন্যও ব্যবহৃত হয়। ডি,এন,সি-তে
প্রথম ধাপ হল - ডাইলেশান, এই ধাপে সাধারণত নিম্নের যেকোনো ২ টি কাজ করা হয় -
-জরায়ুর নিম্নাংশ, যাকে বলা হয় সারভিক্সকে নরম করতে এক ধরণের ড্রাগ ব্যবহার করা হয় অথবা
-অথবা জরায়ুমুখকে প্রশস্ত করতে ল্যামিনারিয়া নামক এক ধরণের স্লেন্ডর রড ব্যবহার করা হয়।
ডাইলেশানের পর এক ধরণের চোখা লুপ শেইপের চামচের মত রড ব্যবহার করা হয়। এই যন্ত্রকে বলা হয়
- " Curette" । এই যন্ত্রটিকে জরায়ুর ভেতরে প্রবেশ করানো হয়। এই যন্ত্র জরায়ুর ভেতরে আঁচড়ে/
কোড়ানোর মত করে টিস্যুসংগ্রহ করে আনে অথবা জরায়ুর ভেতরের কোন অবশিষ্ট টিস্যুথাকলে
টাও পরিষ্কার করে আনে।
Reference:
women.webmd.com, en.wikipedia.org

