সুস্থ থাকতে আমরা কত কিইনা করছি প্রতিনিয়ত। কখনো ওজন কমান কখনোবা
ব্যয়াম করা। কিন্তুএত কষ্ট না করে মাঝে মাঝে হয়তো ছোটখাটো কিছুঅভ্যাস
বদলেই আমরা শরীরে অনেক উপকার পেতে পারি। প্রতিদিন চা খাওয়া আমাদের অনেকেরই
অভ্যাস। গুঁড়া দুধ মেশানো চা পান না করে কখনো কি জেসমিন চা পান করার কথা
ভেবেছেন? জেসমিন চা সম্পূর্ণ হারবাল চা এবং এর গুনাগুনও অনেক। আসুন জেনে নেই
জেসমিন চা পানের কিছুউপকারিতা-
ওজন কমানো
জেসমিন চায়ের অনেক গুনাগুনের মাঝে অন্যতম হল ওজন কমাতে সাহায্য করা। এই চা
শরীরে জমে থাকা ফ্যাট বার্ন করতে সহায়তা করে। তাছাড়া জেসমিন চায়ে আছে প্রচুর
পরিমানে অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ইজিইজি ক্যাফেইন যা ওজন কমাতে সাহায্য করে।
কোলেস্টেরল নিয়ন্ত্রন করে
যেকোনো হারবাল চায়ের অন্যতম গুনাগুন হল ক্ষতিকারক কোলেরস্টেরল
নিয়ন্ত্রনে আনতে সাহায্য করে। শরীরের জন্য ক্ষতিকারক ফ্যাটি অ্যাসিড,
ট্রাই গ্লিসারাইডস এবং লিপো প্রোটিন কমাতে পান করুন জেসমিন চা। শরীরের
কোলেস্টেরল কমলে হার্ট ডিজিস হওয়ার সম্ভাবনাও কমে যায়।
রক্তের গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রন করে
জেসমিন চায়ের আরেকটি প্রধান গুন হল এটি ডায়াবেটিস নিয়ন্ত্রনে সাহায্য করে। এটি
রক্তের গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রন করে এবং শরীরে ডায়াবেটিস বাড়তে দেয়
না।
রোধ করে বুড়িয়ে যাওয়া
অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ জেসমিন চা ত্বকের জন্যও অনেক উপকারি। এই
অ্যান্টিঅক্সিড্যান্টগুলো শরীরকে ফ্রি র্যাডিক্যালের ড্যামেজ থেকে রক্ষা করে।
শরীরের ফ্রি র্যাডিক্যালের ভাঙন থেকে চামড়ায় বয়সের ছাপ পড়ে। তাই শরীরে
তারুণ্য ধরে রাখতে পান করুন জেসমিন চা। তাছাড়া এই ফ্রি র্যাডিক্যাল গুলি
ক্যান্সার কোষের বৃদ্ধি বাড়ায়। তাই জেসমিন চা পানে ক্যান্সারের ঝুঁকিও কমে
আসে।
ভাল রাখে অন্ত্র
জেসমিন চা অন্ত্রের ফ্যাট, টক্সিন পরিষ্কার করে মল মূত্র আকারে শরীর থেকে বের
করে দেয়। যদি আপনার অন্ত্র ভাল থাকে তাহলে আপনার যাবতীয় পেটের সমস্যা, বদহজম
ইত্যাদি থেকে রেহাই পাবেন।
দূর করে ক্লান্তি
জেসমিন চায়ের সুরভিতে শরীর চাঙা করার একটি বিশেষ গুন রয়েছে। এটি নার্ভকে
শান্ত করে এবং ক্লান্তি হতাশা দূর করে।
Courtesy – Healthprior21.com

