গৃহস্থালি সব কিছুরই ব্যবহার বিধি রয়েছে। কাপড়ইস্ত্রির ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। কিছুনিয়ম মেনে কাপড়
ইস্ত্রি করলে ভালো থাকবে আপনার প্রিয়পোশাক। ‘রোয়েন্টা আয়রনস’র ব্যবস্থাপক ডোনা ওয়েলস
সুন্দরভাবে কাপড়ইস্ত্রি করার বেশ কিছুটিপস দিয়েছেন।
১. প্রথমেই তাপমাত্রা অনুযায়ী কাপড়ের তালিকা সাজাতে হবে। পশমী কাপড়মাঝারি থেকে উচ্চ তাপমাত্রায়এবং
সুতি কাপড়উচ্চ তাপমাত্রা ৪০০ থেকে ৪২৫ ফারেনহাইট তাপমাত্রায়ইস্ত্রি করুন। যেহেতুসঠিক তাপমাত্রা ঠিক
করা কঠিন কাজ তাই তাপমাত্রা নিয়ন্ত্রণের পর কয়েক মিনিটের জন্য ইস্ত্রিটিকে সেট হতে সময়দিন। সিল্ক এবং
সিনথেটিক কাপড়ইস্ত্রির ক্ষেত্রে নিম্ন মাঝারি তাপমাত্রা ৩৫০ ফারেনহাইট বজায়রাখুন।
২. কাপড়ইস্ত্রি করার পর পরই অবিলম্বে তা ভাঁজ বা হ্যাঙারে ঝুলিয়ে রাখুন।
৩. কখনোই গোলাকারে ইস্ত্রি করবেন না। এতে করে কাপড়ের মাঝে টান লাগতে পারে। লম্বালম্বিভাবে ইস্ত্রি
করলে তা কাপড়ের ভাঁজ দূর করে সহায়ক।
৪. অনেক বড়বা লম্বা কোন কাপড়যেমন: পর্দা বা টেবিল কভার ইস্ত্রি করার সময়পাশে দুটি চেয়ার বসিয়ে নিন
যাতে ইস্ত্রি করা শেষ না হওয়া পর্যন্ত ভাঁজ না পড়ে। টেবিলে তোয়ালে বিছিয়ে নিন যাতে ইস্ত্রির গরমে আয়রন
করার টেবিলটি ক্ষতিগ্রস্ত না হয়।
৫. তাপ সংবেদনশীল কাপড়গুলোকে অন্য কাপড়ওপরে দিয়ে ইস্ত্রি করুন। যেমন: পরিষ্কার ছোট সুতির কাপড়,
রুমাল বা গামছা। কাপড়ের উল্টোপাশে ইস্ত্রি করুন যাতে কাপড়ঝলসে যাওয়ার হাত থেকে রক্ষা পায়।
৬. আপনার লোহার আয়রনের সাথে একটা মাল্টিপ্লাগ ব্যবহার করা আবশ্যক। ১২ মাত্রার বিদ্যুৎ প্রবাহের
বৈদ্যুতিক তার হলে ভাল হয়। কম প্রবাহের বৈদ্যুতিক তার ব্যবহার না করা ভাল। এতে আয়রন উতপ্ত হয়ে
অগ্নিকাণ্ডের সৃষ্টি করতে পারে।
৭. কাপড়ের শুরুথেকে শেষ, বাইরে থেকে ভেতরে নিয়ম মেনে আয়রন করুন।
৮. ইস্ত্রি করা শেষ হওয়ার পর কাপড়গুলোকে কয়েক ঘণ্টার জন্যে ঠান্ডা হতে দিন।
নিয়মাবলি মেনে চললে আপনার কাপড়অনাকাঙিক্ষত ক্ষতি থেকে বেঁচে যাবে বলেই আশা করেন ডোনা ওয়েলস।
সূত্র - poriborton.com

