চর্বি যাক পুষ্টি থাক
16 July,13
Viewed#: 125
বিভিন্নখাদ্য বিভিন্ন পুষ্টি গুণসম্পন্ন হয়। কিন্তু ওইসব খাবার থেকে সেইপুষ্টিগুণ নাও মিলতে পারে। কারণ রান্নার কৌশল। যেমন- সিদ্ধ করে রান্নাকরলে পানির মধ্যে ভিটামিন-বি, সি ও খনিজ লবণ দ্রবীভূত হয়।
সেই পানি পরেফেলে দেয়ার কারণে মূল তরকারিতে ভিটামিন আর তেমন অবশিষ্ট থাকে না। ঝলসানো বা সেঁকে রান্নার কারণে ভিটামিনগুলো ধীরে ধীরে নষ্ট হয়। এমনকি বাতাসে বেশিক্ষণ ফেলে রাখলেও খাবারের পুষ্টিগুণ নষ্ট হতে থাকে। গোশত রান্নার ক্ষেত্রে এ অপচয় হয় অনেক বেশি। গোশতের প্রধান উপাদান প্রোটিন কিন্তু বেশি তাপে রান্না করলে এ প্রোটিন সঙ্কুচিত হয়ে নষ্ট হয়ে যায়। সাধারণত ৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ধীরে ধীরে গোশত রান্না করা উচিত।
* এমনভাবে রান্না করতে হবে যেন গোশতের সঙ্গে থাকা রক্ত অর্থাৎ রক্ত কণিকা গুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।
* সিদ্ধ করার সময় প্রয়োজনের অতিরিক্ত পানি দেয়া যাবে না। এমনভাবে পানি দিতে হবে, যাতে সিদ্ধ হওয়ার পর কোনো পানি ফেলে দিতে না হয়।
* গোশত সবসময় ঢেকে রান্না করা উচিত। এতে গোশতের এক্সট্রাক্ট রক্ষা পায়।
* বেশি তাপে গোশত রান্না করা উচিত নয়। এতে গোশতে থাকা ভিটামিন-বি নষ্ট হয়।
* গোশত দ্রুত রান্না করলে তা পুরোপুরি সিদ্ধ হতে পারে না। অসিদ্ধ গোশত স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
* বারবার রান্না করা গোশত গরম করলে এর পুষ্টিগুণ নষ্ট হয়। তাই একবারে বেশি রান্না না করে এক বেলা বা বড়জোর দুবেলা খাওয়া যায় এ পরিমাণ গোশত রান্না করুন।
সূত্র - যায়যায়দিন