আমরা সবাই কম বেশি পায়ের দুর্গন্ধের সমস্যায় পড়ি। বুট, জুতা, মোজা থেকে পায়ের দুর্গন্ধ সৃষ্টি হয়।
বর্ষায় প্রয়োজন পায়ের সবথেকে বেশি যত্ন নেয়ার। তাছাড়া বর্ষায় পায়ের দুর্গন্ধের পাশাপাশি পায়ে
নানা রকম ব্যকটেরিয়া সংক্রমণের আশঙ্কা থাকে এবং নানা রকম ইনফেকশান এবং চর্মরোগও হতে
পারে। তাই বর্ষায় প্রয়োজন পায়ের সবথেকে বেশি যত্ন নেয়ার।
পরুন বর্ষার উপযোগী মানানসই জুতো
ফ্লোটার স্যান্ডাল - বাজারে নারী পুরুষ, বড় ছোট বিভিন্ন বয়সের জন্য বিভিন্ন রকম ফ্লোটার স্যান্ডাল
পাওয়া যায়। এই স্যান্ডাল মেয়েদের ফতুয়া জিন্সের সাথেও বেশ মানানসই। এই ধরণের স্যান্ডাল আপনি বাটা
এবং এলিফ্যান্ট রোডের দোকান থেকে কিনতে পারবেন। কিছু কিছু ফ্লোটার স্যান্ডাল ওয়াটার প্রুফ ও হয়।
ফ্লিপ ফ্লপ - এই ধরণের স্যান্ডাল বর্ষায় পরার জন্য আদর্শ। এগুলি সাধারণত রাবারের তৈরি হয়। বর্ষার ভেজা
কর্দমাক্ত রাস্তায় চলাচলের জন্য অনেক আরামদায়ক।
রেইন বুট -যতই পুরোনো ফ্যাশনের হক না কেন বর্ষায় রেইন বুটের থেকে বেশি সুরক্ষা আর কোন জুতোতে পাওয়া
সম্ভব না। এখন অনেক জুতোর দোকানে পুরুষদের পরার উপযোগী বিভিন্ন ডিজাইনের প্লাস্টিকের রেইন বুট
পাওয়া যাচ্ছে।
যা যা জিনিস এড়িয়ে চলবেন -
- পা ঢাকা বিভিন্ন জুতো
-চামড়ার জুতো
-মোজা পরা। যদি পরতেই হয় তাহলে একই মোজা একদিনের বেশি পরা উচিৎ নয়।
- উঁচুহিলের জুতো পরা। বর্ষায় উঁচুহিলের জুতো পরা শুধুঅস্বাস্থ্যকরই নয় এটি বিপজ্জনকও বটে।
সুন্দর পায়ের যত্নে -
- পা সবসময় শুকনো রাখার চেষ্টা করুন। অফিসে যেতে পা ভিজে যেতে পারে। ব্যাগে বা পার্সে ওয়েট টিস্যুবা ছোট
রুমাল রাখুন। গন্তব্যে পৌঁছে সবার প্রথমে পা মুছে নিন এবং পা যথাসম্ভব শুকনো রাখুন। ভেজা পায়ে ময়লা আটকে
থাকে বেশি এবং পায়ে নানা রকম ব্যকটেরিয়ারও সংক্রমণ হতে পারে।
-প্রতিদিন বাসায় ফিরে হালকা কুসুম গরম পানিতে কয়েক ফোঁটা অ্যান্টিসেপটিক মিশিয়ে ৫ মিনিট পা ভিজিয়ে রাখুন।
পা ধুয়ে নরম তোয়ালে দিয়ে পা মুছে নিন।
- প্রতিদিন যে স্যান্ডাল পরেন সেই স্যান্ডাল পরিষ্কার এবং শুকনো রাখুন। প্রতিদিন বাইরে থেকে
এসে স্যান্ডাল খুলে ফ্যানের নিচে শুকানোর জন্য রেখে দিন।
- মাঝে মাঝে ঠাণ্ডা পানিতে গোলাপ জল মিশিয়ে পা ভিজিয়ে রাখুন। এতে পায়ের দুর্গন্ধ হওয়ার সমস্যা দূর হয়।
-মাসে অন্তত একবার বা দুইবার পেডিকিউর করান।
- পা শুকনো এবং সুস্থ রাখতে প্রতিদিন দুই বার করে শুকনো পায়ে বেবি পাউডার লাগান।
- পায়ের সাথে সাথে প্রতিদিন নখেরও যত্ন নিন। পায়ের নখ কেটে ছোট রাখুন এবং মাঝে মাঝে ব্রাশ দিয়ে নখের
ভিতরের ময়লা পরিষ্কার করুন।
- যাদের পায়ে বেশি দুর্গন্ধ হয় তারা পায়ের জন্য বিশেষ ডিউডেরেন্ট কিনতে পারেন। বাসার বাইরে যেতে ডিউডেরেন্ট
ব্যাগে রাখুন। দুর্গন্ধ মনে হলে সামান্য ডিউডেরেন্ট পায়ে স্প্রে করে নিন।
- প্রতিদিন অন্তত একবার পা পরিষ্কার করে সুন্দর সুবাসের কোন লোশন লাগান। পা পরিষ্কারের সাথে সাথে
পায়ের ময়েশ্চারাইজেশানের প্রয়োজন আছে।
- যাদের অফিসে পা ঢাকা জুতো পরতে হয় তারা ঘরে যথা সম্ভব পা খোলা বাতাস চলাচল করতে পারে এমন স্যান্ডাল
পরুন।

