সাধরণত ১২-২০ বছরের ছেলে মেয়েদের ব্রণ হতে দেখা যায়। মুখ, কপাল, ঘাড়, বহু, কাঁধ, বুক ও পিঠে ব্রণ হয়। এন্ড্রোজেন হরমোনের প্রভাবে সেবাম এর নিঃসরণ বেড়ে যায়। লোমের গোড়ায় থাকা
জীবাণু সেবাম থেকে ফ্রি ফ্যাটি এসিড তৈরি করে। এসিডের কারণে লোমের গোড়ায় প্রদাহের সৃষ্টি হয় এবং লোমের গোড়ায় কেরোটিন প্রদাহ জমা হয়ে ব্রণ সৃষ্টি করে। তৈলাক্ত মুখেই ব্রণ বেশি হয়। ত্বক যদি তৈলাক্ত হয় তাহলে ব্রণ হতে পারে। আর সেই সাথে যদি বাড়তি কোন তৈলাক্ত পদার্থ মুখে ব্যবহার করা হয় তা হলে হুড় হুড় করে মুখে ব্রণ জেগে উঠবে।
যাদের ব্রণ হয় তাদের অবশ্যই মুখে বিশেষ সাবান ব্যবহার করতে হবে, না হলে ব্রণ বাড়তে থাকবে। সেক্ষেত্রে একোয়াজেনা একমি সোপ বা একমি এইড সোপ ব্যবহার করা যেতে পারে। ব্রণের সাথে খাবারের কোনই সম্পর্ক নেই। এটা ত্বকের একটি স্থানীয় সমস্যা। তবে হরমোনের সাথে এর সম্পর্ক আছে। টিপে ব্ল্যাক হেড বের করা উচিত নয়। বরং যাদের মুখে ব্ল্যাক হেড আছে তারা রেটিন-এ ক্রীম ব্যবহার করতে পারেন। শুরুতে চিকিৎসা করালে মুখের দাগ এড়ানো সম্ভব। তাই দেরি না করে কোন চর্ম রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
সূত্র - দৈনিক ইনকিলাব

