জ্যামে মাথা ঠাণ্ডা রাখার দাওয়াই
23 February,14
Viewed#: 129 Comments#: 1
নগর জীবনে অনিবার্যভাবেই যার মুখোমুখি হতে হয় আপনাকে। কর্মস্থলে যাবার ব্যস্ততাসহ নানা কারণে দুঃসহ কাটতে থাকে যানজটের সময়গুলো। কিন্তু সবকিছুর মধ্যেই তো ভালো থাকতে হবে আপনাকে। ক্রমবর্ধমান নগরায়ন, জীবিকার তাগিদে মানুষের শহরমুখী হওয়া, এসব কিছুকে অন্তত এই সময়ের জন্য মেনে নিতে হবে। নইলে আপনিই ক্ষতিগ্রস্ত হবেন। বাধাপ্রাপ্ত হবে আপনার পেশাদারিত্ব। নইলে ব্রহ্মতালু ঠিক থাকতে দেবে না আপনাকে। কিন্তু কিভাবে ঠিক রাখবেন নিজেকে?
জেনে নিন কয়েকটি উপায় :
পরিস্থিতি মেনে নিন : এমনও হয়ে থাকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে আছেন আপনি। বাইরে শব্দ, গরমের দাবদাহ এসব কিছুতে কে না উত্তেজিত হয়। কিন্তু আপনি চাইলেই এটি দূর হবে না। কিংবা আপনি উত্তেজিত বা উদ্বিগ্ন হলেই কোনো সহানুভূতি দেখাবে না যানজট। সুতরাং মেনে নিন। কেননা, এর সমাধান আপনার হাতে নেই।
নিজেকে শান্ত রাখুন : কোনো গাড়ি আপনার গাড়িকে ওভারটেক করে গেলে রাগে বিস্ফোরিত হবেন না। স্মরণ করুন, আপনিও কখনও এভাবে অন্যকে অতিক্রম করেছেন। একবার ভাবুন, সড়কে গাড়িগুলি সাধারণত কিভাবে যায়, আপনার শহরে ট্রাফিক ব্যবস্থাপনা কেমন কিংবা কিভাবে কে কতটা ট্রাফিক আইন মেনে চলে। সুতরাং কাউকে গালাগাল করলে বা অযথা মাথা গরম করলেই আসবে না ইতিবাচক কোনো সমাধান। এটি কেবলমাত্র হতাশই করবে আপনাকে। সুতরাং আচরণে অমায়িক হোন।
শুনতে পারেন গান : গাড়িতে থাকলে সঙ্গে সব সময় একটি সিডি বা পেনড্রাইভ রাখুন। বাসে থাকলে এমপিথ্রি রাখুন। স্মার্ট ফোন হাতে থাকলে তো কথাই নেই। যানজটে বসে শুনুন আপনার পছন্দের সব গান। যখনই যানজটে পড়বেন, সিডিটা অন করে গান শুনতে থাকুন। চাইলে গলা ছেড়ে গাইতেও পারেন। অথবা সাথে রাখতে পারেন পছন্দের বই। আপনার চারপাশকে কল্পনা করতে পারেন কোনো ছবির ক্যানভাস হিসেবে। মনে রাখবেন, সব জায়গায়ই রয়েছে প্রকৃতির এক অনবদ্য সুর এবং নানা রংয়ের সমাবেশ। উপভোগ করুন একে। এতে আপনার সময় দ্রুত অতিক্রান্ত হবে এবং যানজটের দুর্ভোগ ভুলে গিয়ে শান্ত হবেন আপনি।
সঙ্গে রাখুন হালকা কিছু খাবার : হয়তো ভাবছেন রাস্তা শেষ হলে গন্তব্যে পৌঁছেই আগে কিছু খেয়ে নেবেন। পেট থেকে বার বার সেই তাগিদ অনুভব করছেন অনেকক্ষণ ধরে। এর ভেতর হঠাৎ করেই পড়ে গেলেন যানজটে। একে তো পেটে ক্ষিদে, তার ওপর নগর জীবনের এই দুঃসহ প্রাত্যহিক ঘটনা। সুতরাং গন্তব্যে পৌছেঁ খাওয়ার কথা বাদ দিয়ে সঙ্গে রাখতে পারেন হালকা কিছু খাবার। আজকাল প্যাকেটজাত অনেক খাবার পাওয়া যায়। থাকতে পারে স্ন্যাকস জাতীয় খাবারও।
কোনো বন্ধুকে কল করতে পারেন : গাড়ি চালানোর সময় স্টিয়ারিং হাতে অথবা ড্রাইভারের পাশে বসে আমরা অন্যের সাথে কথা বলতে চাই না। দুর্ঘটনার ঝুঁকি থাকে এতে। কিন্তু যানজটে যদি আটকা একবার পড়েই যান, স্মৃতিচারণ করতে পারেন আপনার কোন বন্ধুকে নিয়ে। উপভোগ করতে পারেন অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনার। বাসে বা সিএনজিতে থাকলে সরাসরি কলই করে বসুন না কোনো প্রিয় বন্ধুকে। দরকারি ফোনটাও সেরে ফেলতে পারেন জ্যামে বসে। এতে আপনার হতাশা কমে যাবে। বন্ধুরা কিংবা বন্ধুদের স্মৃতি যানজট থেকে আপনার মনকে সরিয়ে নেবে অন্যদিকে। এতে আপনি হয়ে উঠবেন শান্ত এবং আনন্দিত।
মানসিকভাবে প্রস্তুতি নিন : যানজটে আটকা পড়বেন, একটি অত্যন্ত সাধারণ বিষয়। তাই রাস্তায় বের হওয়ার আগেই প্রস্তুতি নিন আপনাকে যানজটে আটকা পড়তেই হবে। সুতরাং এই সময়ে আপনি কি করবেন তা আগে থেকেই ঠিক করে রাখতে পারেন। ভেবে রাখুন প্রয়োজনীয় কোন কাজটি সেরে ফেলবেন জ্যামে বসে। যদি আপনি যাত্রী হিসেবে গাড়িতে থাকেন তবে, কিছুক্ষণ মেডিটেশনে বসতে পারেন। আর ওপরের টিপসগুলো তো রয়েছেই। সব কিছু ঠিকঠাক থাকলে দেখবেন অসহনীয় জ্যামও কেমন সহনীয় হয়ে যাচ্ছে।
সূত্র - দৈনিক কালের কণ্ঠ
Comments