এসব ব্যথা উত্তরাধিকারসূত্রে পাওয়া!
অনেকেই লম্বা সময় ধরে এমন কিছু শারীরিক সমস্যায় ভোগেন, যা হয়তো আংশিকভাবে হলেও জিন বা বংশগতির কারণে হয়ে থাকতে পারে। সম্প্রতি এক গবেষণার ভিত্তিতে দীর্ঘস্থায়ী পেটের পীড়া (ইরিটেবল বাওল সিনড্রোম), পেশি ও হাড়ের ব্যথা (মাসকিউলোস্কেলিটাল পেইন), তলপেটের ব্যথা (পেলভিক পেইন) এবং চোখ শুকিয়ে যাওয়া (ড্রাই আই) রোগের মতো স্বাস্থ্য-সমস্যাকে কিছুটা উত্তরাধিকার সূত্রে পাওয়া বলে মনে করছেন ব্রিটিশ গবেষকেরা। বিবিসি এ তথ্য জানিয়েছে। লন্ডনের কিংস কলেজের একটি গবেষক দল আট হাজার জোড়া যমজ ভাইবোনের ওপর এ বিষয়ে পরীক্ষা...
Posted Under : Health News
Viewed#: 59
See details.

