চীন তাদের ‘এক সন্তাননীতি’ থেকে সরে আসছে।পরিবর্তিত নীতি অনুযায়ী যেসব মা অথবা বাবা তাঁদের পরিবারের একমাত্র সন্তান, তাঁরা এখন এক সন্তানের বদলে দুটি সন্তান জন্ম দিতে পারবেন। সংশোধিত ওই নীতি অনুযায়ী চীন তাদের বিতর্কিত শ্রমিক শিবির আইনে বড় ধরনের সংস্কার আনতে যাচ্ছে। চীনের বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে। বিশ্লেষকেরা বলেছেন, এই সংস্কার দেশটির কোটি কোটি নাগরিকের জীবনে প্রভাব ফেলবে। গত শুক্রবার সংস্কার-সম্পর্কিত একটি বৈঠক হয়। সেখানে এই প্রস্তাব তোলা...

