ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়া: বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
জীবাণু প্রতিরোধী ওষুধের (অ্যান্টিবায়োটিক) বিরুদ্ধে টিকে থাকার সামর্থ্য অর্জন করছে ব্যাকটেরিয়া। এতে প্রাণঘাতী বিভিন্ন রোগ অবাধ বিস্তারের সুযোগ পাচ্ছে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে অ্যান্টিবায়োটিক অনেক ক্ষেত্রে কার্যকারিতা হারিয়েছে, হারাচ্ছে। প্রতিরোধের একটি মূল বাধা হচ্ছে নিয়ম না মেনে ওষুধের ব্যবহার কয়েকটি দরিদ্র দেশে সংক্ষিপ্ত কোর্সে এবং অতি অল্প মাত্রায় অ্যান্টিবায়োটিক সেবন। ধনী দেশগুলোতে প্রায়ই ভুলভাবে ওষুধ সেবনের পরামর্শ দেওয়া হয়...
Posted Under : Health News
Viewed#: 54
See details.

