ভাইরাস কাবু করতে নতুন উদ্যোগ
চিকিৎসাশাস্ত্রে ব্যাপক উন্নতি ঘটে চললেও ভাইরাসের বিরুদ্ধে সংগ্রামে মানুষ যেন তেমন সাফল্য পাচ্ছে না। এই ধারণাকে ভুল প্রমাণিত করতে পারে নতুন এক ওষুধ, যা ভাইরাসের বংশবৃদ্ধি বন্ধ করে তাকে অকেজো করে তোলে। শতাব্দীর শুরুতে বিশেষজ্ঞরা লাখ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা করেছিলেন। এশিয়ায় দাপিয়ে বেড়াচ্ছিল ফুসফুসের রোগ সার্স। এক অজানা করোনা-ভাইরাস ছিল তার উৎস। ২০০৩ সাল পর্যন্ত এই রোগে প্রায় আটশ’ মানুষের মৃত্যু হয়, আট হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হন। সার্স নিরাময়ের উপায় আজও জানা...
Posted Under : Health News
Viewed#: 23
See details.

