শিশুদের টিকাদান ব্যাহত
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহর চণ্ডীবের দক্ষিণপাড়ার নিলুফা ইয়াসমিন গত সোমবার আড়াই মাসের সন্তানকে নিয়ে টিকা দিতে বাড়ির পাশের সম্প্রসারিত টিকাদান কেন্দ্রে যান। সেখানে গিয়ে জানতে পারেন টিকা (ভ্যাকসিন) নেই। কেন্দ্র থেকে বলা হয়, হরতালের কারণে টিকা সরবরাহ বন্ধ। তাই এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। হরতাল শেষ না হওয়া পর্যন্ত সমস্যা সমাধানের সম্ভাবনা নেই। সন্তানকে নিয়ে নিলুফা পরদিন গতকাল মঙ্গলবার ছুটে যান শহরের সূর্যের হাসি ক্লিনিকে। সেখান থেকেও একই কারণে ফিরে আসতে হয় তাঁকে। নিলুফা জানান,...
Posted Under : Health News
Viewed#: 22
আরও দেখুন.

