ক্যান্সারে জরায়ু না ফেলেই মৃত্যুঝুঁকি এড়ান
মাতৃত্ব ও নারীত্বের জন্য অপরিহার্য এবং নারীদের সংবেদনশীল অঙ্গ জরায়ু। শতকরা ৫০ ভাগের বেশি নারীই জীবনের কোনো না কোনো পর্যায়ে জরায়ু মুখের ক্ষত (Cervicitis) ও প্রদাহে (Cervical Erison) ভুগে থাকেন। আর এই জরায়ু মুখের ক্যান্সার বিশ্বব্যাপী নারী মৃত্যুর অন্যতম কারণ।বিশ্বে দৈনিক গড়ে সাতশ নারী জরায়ু মুখের ক্যান্সারে মৃত্যুবরণ করেন এবং প্রতি বছর নতুন করে ৫০ লাখ নারী এতে আক্রান্ত হন। বাংলাদেশে প্রতি বছর প্রায় সাড়ে ১৭ হাজার নারী নতুন করে এ রোগে আক্রান্ত হন এবং প্রায় ১০ হাজার জন এ রোগে মৃত্যুবরণ করেন।...
Posted Under : Health Tips
Viewed#: 428
See details.

