বছরের এই সময়ে টাইফয়েডের প্রকোপ বাড়ে। এই জ্বর স্যালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। টাইফয়েড জ্বরে আক্রান্ত ব্যক্তির রক্তস্রোতে ও অন্ত্রনালিতে এই ব্যাকটেরিয়া বাস করে। দূষিত খাবার ও পানির মাধ্যমে তা দ্রুত সুস্থ ব্যক্তির শরীরে সংক্রমিত হতে পারে। এ বিষয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক এ কে এম মুজিবুর রহমান বলেন, টাইফয়েড একটি পানিবাহিত রোগ। বিশুদ্ধ পানি, খাবার ও স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই এই গরমে বাইরের...

