স্বস্তি পেল শোয়েব
ছয় মাসের শিশু শোয়েব যখন মাতৃগর্ভে, তখন তার পেটের ভেতর ঢুকে পড়েছিল দুটি ভ্রূণ। নিদারুণ অস্বস্তিতে ভোগা শিশুটির পেট থেকে আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিত্সকেরা ভ্রূণ দুটি অপসারণ করেন। শিশু শোয়েব এখন ঝুঁকিমুক্ত। বিএসএমএমইউর চিকিত্সকেরা বলছেন, কোনো শিশুর পেটে একাধিক ভ্রূণের উপস্থিতি ও অস্ত্রোপচারের ঘটনা বিরল। শিশু শোয়েবসহ চিকিত্সাবিজ্ঞানের ইতিহাসে মোট চারটি শিশুর শরীরে একাধিক ভ্রূণের উপস্থিতির কথা জানা যায়। চিকিত্সাবিজ্ঞানের ভাষায় এ অবস্থাকে বলা হয়...
Posted Under : Health News
Viewed#: 27
See details.

