হলুদ তাড়াবে মানসিক অবসাদ
আপনি কি মানসিক অবসাদে ভুগছেন? অনেক অসুধ খেয়েও লাভের লাভ হয়নি৷ আর চিন্তা নেই, হলুদ এবার এই সমস্যার সমাধান করবে৷ অনেকেই ভাবতে পারেন গাঁজাখুরি গপ্পো৷ কিন্তু এমনই তথ্যই প্রমাণ করেছেন গবেষকেরা৷ সাইটোফেরাপি রিসার্চের একটি প্রকাশনায় প্রকাশিত হয়েছে, হলুদের মধ্যে কারকিউমিন নামক একটি সক্রিয়া উপাদান বর্তমান যা মানসিক অবসাদ দূর করতে সক্ষম৷ বেইলর ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের এপিজেনেটিকস অ্যান্ড ক্যানসার প্রিভেনশনের ডিরেক্টর ও এই গবেষণার প্রধান অধ্যক্ষ অজয় গোয়েল জানিয়েছেন, তারা হলুদে অবস্থিত...
Posted Under : Health News
Viewed#: 19
See details.

