টনসিল অপারেশন জীবনযাত্রার মান উন্নত করে
জানুয়ারি ২০০৮ সালে প্রকাশিত দু’টি গবেষণার ফলাফল থেকে জানা যায়, বারবার টনসিল প্রদাহে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীদের টনসিল অপারেশন করলে জীবনযাত্রার মানের যথেষ্ট উন্নতি ঘটে। একটি গবেষণায় ৯২ জন প্রায়ই টনসিল প্রদাহে আক্রান্ত শিশুর মা-বাবার মতামত সংগ্রহ করা হয় টনসিল অপারেশনের আগে, অপারেশনের ছয় মাস ও এক বছর পর। এক বছরের মধ্যে তিনবার বা তার চেয়েও বেশি টনসিল প্রদাহ হলে তাকে দীর্ঘমেয়াদি টনসিলাইটিস (Recurrent Tonsillitis) বলা হয়। ৫৮ জন শিশুর ছয় মাসের এবং ৩৮ জন শিশুর এক বছরের অপারেশন-পরবর্তী...
Posted Under : Health News
Viewed#: 74
আরও দেখুন.

